২৭ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হবে চক্ষু পরীক্ষা শিবির কর্মসূচি

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্প্রতি নাগরিকদের চোখের স্বাস্থ্য ঠিক রাখা নিয়ে একটি বিশেষ পরিকল্পনা করে।

September 20, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

রাজ্যে দ্বিতীয় দফায় চক্ষু পরীক্ষা ও চশমা বিলি সহ অন্যান্য পরিষেবা দেওয়ার কর্মসূচি শুরু হচ্ছে। ২৭ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শিবির করে ওই পরিষেবা দেওয়া হবে। কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্র থেকে ব্লক স্বাস্থ্যকেন্দ্র, জেলায় জেলায় পুর-স্বাস্থ্যকেন্দ্র থেকে এলাকাভিত্তিক গ্রামীণ হাসপাতালেও ওই পরিষেবা মিলবে। সম্প্রতি স্বাস্থ্য প্রশাসন এই বিষয়ে নির্দেশিকা জারি করে সমস্ত জেলাকে প্রস্তুতি নিতে বলেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় দফায় তিনভাগে ওই চক্ষু বিষয়ক পরিষেবা দেওয়া হবে। প্রথম ভাগ ২৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর, দ্বিতীয় ভাগ ১৭ নভেম্বর থেকে ২০২২-এর ১৩ জানুয়ারি এবং তৃতীয় ভাগ ১৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্প্রতি নাগরিকদের চোখের স্বাস্থ্য ঠিক রাখা নিয়ে একটি বিশেষ পরিকল্পনা করে। তারই আওতায় প্রথম দফায় রাজ্যজুড়ে চক্ষু পরীক্ষা শিবির, নিখরচায় ওষুধ ও চশমা দেওয়ার কাজ হয়। এবার দ্বিতীয় দফায় সেই প্রকল্প কার্যকর করা হচ্ছে। 

স্বাস্থ্য প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এবিষয়ে প্রচার ও রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে আনার জন্য আশাকর্মীদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় ছ’মাসের এই কর্মসূচিতে মূলত মহিলা ও ছাত্রছাত্রীদের পাশাপাশি আগের শিবিরগুলিতে সুযোগ না পাওয়া ব্যক্তিদের গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুসারে ৪৫ বছরের বেশি বয়সের মহিলাদের চোখের স্বাস্থ্য পরীক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। পুরো পরিকল্পনাটি  কীভাবে কার্যকর করা হবে, তার একটি রূপরেখা তৈরি করে স্বাস্থ্যভবনে জমা দিতে বলা হয়েছে। স্বাস্থ্য প্রশাসন জানিয়েছে, সার্বিকভাবে সফল পরিষেবা দিতেই স্থানীয় স্বাস্থ্য প্রশাসন ও স্বাস্থ্যকেন্দ্রগুলির কাছে পরিকল্পনা চেয়ে পাঠানো হয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen