দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

জঙ্গলমহলে বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ শতাধিক বিজেপি নেতা কর্মীর

September 20, 2021 | < 1 min read

বিধানসভা নির্বাচনের পর পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালতোড় থানার বিভিন্ন এলাকায় বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলি যেমন একের পর এক তৃণমূল কংগ্রেস দখল করছে, তেমনি বিজেপি দল ছেড়ে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। রবিবার গোয়ালতোড় থানার জিরা পাড়া এলাকায় এক অনুষ্ঠানে বিজেপি দল ছেড়ে প্রায় ২৫০ জন বিজেপির কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র কুটির ও বস্ত্রদফতর এর প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর তাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানান এবং তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তোলার জন্য তিনি তৃণমূলে যোগ দেওয়া সকলের কাছে আহ্বান জানান ।সেই সঙ্গে তিনি বলেন আগামী দিনে এই এলাকায় বিজেপির ঝান্ডা টাঙ্গানোর লোক খুঁজে পাওয়া যাবে না ।যেভাবে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে আগামী দিনে বিজেপির কোন অস্তিত্ব এলাকায় থাকবে না । সাম্প্রদায়িক শক্তি মিথ্যাবাদী একটি রাজনৈতিক দল বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে ছিল।তারা তাদের ভুল বুঝতে পেরে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে আসছে। প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আরো বলেন যে বাংলার উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য শুধু বিজেপি নয় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তাই তিনি তৃণমূলকে শক্তিশালী করে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Jungle Mahal

আরো দেখুন