‘মন খুলে কাজ করতে পারব’ মমতার সাথে দেখা করার পর খুশি বাবুল
নিজেই গাড়ি চালিয়ে এদিন নবান্নে পৌঁছন বাবুল।

আগেই জানানো হয়েছিল সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বাবুল সুপ্রিয়। সেই মতো এদিন নবান্নে পৌঁছে গেলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। এদিন দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্নে পৌঁছলেন বাবুল।
ব্যাপক বৃষ্টিতে সোমবার প্রায় ভাসছে কলকাতা। সূত্রের খবর, নিজেই গাড়ি চালিয়ে এদিন নবান্নে পৌঁছন বাবুল। তাঁর সঙ্গে ছিলেন ডেরেক ও ব্রায়েন। তৃণমূলে যোগ দেওয়ার পর এদিন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বাবুল।
নবান্ন থেকে বেরিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে খুশি তিনি। উনি আমার উপর বিশ্বাস রেখেছেন বলে জানালেন বাবুল। তিনি জানান, গান নিয়েও কথা হয়েছে ‘দিদি’র সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে গান করতে বলেছেন বলেও জানান তিনি। তবে কী গান তিনি করবেন তা খোলসা করেননি বাবুল। পাশাপাশি এদিন আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।