সুখবর! গত ২৪ ঘন্টায় বাংলায় সুস্থ হয়েছেন ৬০৮ জন
মিলছে কড়া বিধিনিষেধের সুফল। অতিমারীকে হারিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে বাংলা। পর পর দু’দিন নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। বেড়েছে সুস্থতার হারও। সবমিলিয়ে পুজোর মরসুমে স্বস্তিতে রাজ্যবাসী।
সোমবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। রবিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টা করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। কোভিড-১৯-কে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৬০৮ জন। অর্থাৎ দৈনিক করোনাজয়ীর সংখ্যা দৈনিক সংক্রমিতের চেয়ে বেশি।
স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১০৫ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (১০৩)। আর কোনও জেলায় অবশ্য দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ পেরয়নি। তৃতীয় স্থানে রয়েছে হাওড়া (৪৬), দক্ষিণ ২৪ পরগনা (৪১)। রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৬২ হাজার ১৭৩ জন। এদিকে সংক্রমিতের হার বা পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৯৯ শতাংশ।
করোনায় একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের। সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। কলকাতায় ২, দক্ষিণ ২৪ পরগনায় ২, নদিয়ায় ২ এবং হাওড়া-হুগলি-জলপাইগুড়ি জেলায় মোট ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে এ রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৬৬৪ জন। অতিমারীতে রাজ্যে মৃত্যুর হার ১.১৯ শতাংশ।
সংক্রমণ কমার পাশাপাশি বেড়েছে সুস্থতাও। একদিনে রাজ্যে কোভিডজয়ীর সংখ্যা ৬০৮ জন। যার দরুন রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বা সক্রিয় অথবা চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৭ হাজার ৮১০ জন। বাড়ল করোনাজয়ীর সংখ্যা।