তৃণমূলে যোগ দিয়েই বাবুল সুপ্রিয় বদলে ফেললেন টুইটারের প্রোফাইল ও ছবি
শনিবারের বারবেলায় ফুল বদল করেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তারপর আজ সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে নবান্নে দেখা করতে যান তিনি। তারপরই দেখা গেল সোশ্যাল মিডিয়ায় (Social media) বাবুলের পরিবর্তন। প্রোফাইল ছবি আর কভার ছবি বদলে ফেললেন আসানসোলের সাংসদ। রবিবার সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন আপাতত সোশ্যাল মিডিয়া দেখছে না তিনি। তাঁর ফোন থেকে অ্যাপগুলিও ডিলিট করা। তবে সোশ্যাল মিডিয়ায় বাবুল বরাবরই যথেষ্ট সক্রিয়। তাই বেশিদিন সেখান থেকে মুখ ফিরিয়ে রাখা সম্ভব নয়।
সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর ফেসবুক আর টুইটারের কভার ছবিতে সেই ছবিই আপলোড করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। টুইটারের প্রোফাইল ছবিতে আগে ছিল মাইক হাতে গায়ক বাবুলের ছবি। এখন সেখানে আজকের টাটকা ছবি শোভা পাচ্ছে। বাবুলের গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ফ্রেম ধরা পড়েছে। কভার ছবিতে রয়েছে মমতা আর অভিষেকের মাঝখানে দাঁড়ানো বাবুলের ফ্রেম। সেখানে এর আগে নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা, অমিত শাহদের সঙ্গে বাবুলের ছবি ছিল। ফেসবুকের কভার ছবিতেও মমতা অভিষেকের ফ্রেম আর উত্তরীয়র ছবির কোলাজ স্থান পেয়েছে। শনিবার দলবদলের পর থেকে আজ সোমবার, দলনেত্রীর সঙ্গে এই ফ্রেমের জন্যেই হয়তো অপেক্ষা করছিলেন বাবুল। ফ্রেম পেয়েই বদলে দিলেন সোশ্যাল মিডিয়ার ছবি। তবে বাবুল আগেই জানিয়েছেন, এর আগে যা কিছু পোস্ট তিনি করেছেন তার কোনওটাই তিনি মুছে দেবে না। সব যেমন আছে তেমনই থাকবে