দিলীপের অপসারণ – খোঁচা দিলেন সদ্য বিজেপি-ত্যাগী বাবুল
তৃণমূলের সাংবাদিক বৈঠকেও কটাক্ষ ছুড়েছিলেন তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।
September 21, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

২৪ ঘণ্টাও হয়নি আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের সাংবাদিক বৈঠকেও কটাক্ষ ছুড়েছিলেন তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এ বার সভাপতি পদ থেকে দিলীপকে সরিয়ে দেওয়ার পর বিশদে নয়, মৃদু খোঁচা দিলেন বাবুল সুপ্রিয়। লিখলেন, ‘বিজেপির অভ্যন্তরীণ বিষয়। তাই আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে মজা করে এটুকু বলতে পারি, আমার দেওয়া বর্ণপরিচয়টা দিলীপ ঘোষের কাজে লাগবে। কারণ উনি সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়ে যে টুইট করেছেন সেখানেও ভুল বাংলা লিখেছেন।’
দিলীপের বাংলা নিয়ে মৃদু খোঁচা দিলেও তাঁর ভবিষ্যৎ জীবনের শুভকামনা করেছেন বাবুল। পরে অবশ্য টুইটারে দিলীপের টুইটটি সংশোধিত ভাবে দেখা যায়।