মোদীর ‘ভ্যাকসিন মৈত্রী’ অথৈ জলে, কোভিশিল্ডকে ছাড় দিল না ব্রিটেন
করোনা সংক্রান্ত দু’মুখো সফর-নীতি নিয়ে ব্রিটেনকে নিশানা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর ও জয়রাম রমেশ। নয়া নিয়মে বলা হয়েছে, কোভিশিল্ড নেওয়া ভারতীয়দের ‘আনভ্যাকসিনেটেড’ বা টিকা না হওয়া ব্যক্তি হিসেবে দেখা হবে। বরিস জনসন প্রশাসনের এই পদক্ষেপকে ‘বর্ণবিদ্বেষে’র নয়া নজির বলে তোপ দেগেছেন ইউপিএ আমলের দুই হেভিওয়েট মন্ত্রী।
এরই মধ্যে আশা জাগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, দু’টি ডোজ নেওয়া থাকলে বিদেশিরা নভেম্বর থেকে আমেরিকায় প্রবেশ করতে পারবেন। মূলত, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তবে, ভারতও এই নির্দেশিকার আওতায় চলে আসছে বলে ওয়াকিবহাল মহলের মত। স্পষ্টভাবে বিবৃতিতে কিছু বলা না থাকলেও অদূর ভবিষ্যতে ভারতের নাম তালিকায় ঢুকে পড়বে বলেই মনে করা হচ্ছে।
কোভিড পরিস্থিতিতে বর্তমানে ব্রিটেনের ‘হলুদ’ তালিকায় রয়েছে ভারত। আগামী ৪ অক্টোবর থেকে লাল, হলুদ ও সবুজ এই তালিকা বাতিল করে ব্রিটিশ সরকার শুধুমাত্র লাল সতর্কতা চালু করছে। কিন্তু, বাধ সেঁধেছে কোভিশিল্ডকে স্বীকৃতি না দেওয়া। আর তারপরেই শুরু হয়েছে বিতর্ক। কেননা, কোভিশিল্ড পুনের সিরাম ইনস্টিটিউট উৎপাদন করলেও আদতে ভ্যাকসিনটি অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার। ব্রিটেনের নয়া নিয়মে বলা হয়েছে, ভারতীয় সহ যেসমস্ত যাত্রী স্বীকৃতি পাওয়া টিকা নেননি এবং শংসাপত্র নেই, তাঁদের ব্রিটেনের আন্তর্জাতিক ট্রাভেল বিধি অনুযায়ী ভ্রমণের আগে কোভিড পরীক্ষা করাতে হবে। এছাড়া ব্রিটেনের পা দেওয়ার দু’দিন এবং আটদিন পর সংশ্লিষ্ট ব্যক্তিকে আরটিপিসিআর পরীক্ষা করা হবে। এবং ব্রিটেনে প্রবেশের পর ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।
এরপরেই সোমবার ট্যুইট করে ব্রিটেনের এই দু’মুখো নীতির প্রতিবাদ জানিয়েছেন জয়রাম রমেশ। এই সিদ্ধান্ত বর্ণবিদ্বেষমূলক আখ্যা দিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘ব্রিটেনের তৈরি এবং পুনের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ডকে এই তালিকায় বিবেচনা করা বিদ্ঘুটে ঘটনা। কেননা সিরাম ব্রিটেনকেও এই টিকা সরবরাহ করেছে। এটা বর্ণবিদ্বেষের একটা বড় নজির।’ একইভাবে জনসন সরকারের প্রতি সুর চড়িয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী শশী থারুর। এদিন ট্যুইটারে ব্রিটেনের নয়া নীতি ট্যাগ করে থারুর লিখেছেন, টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া ভারতীয়দের কোয়ারেন্টাইনে থাকতে বলা অপমানজনক। দিল্লির এইমসের ভ্যাকসিন সেন্টার পরিদর্শনে বিজেপি সভাপতি জে পি নাড্ডা।