রাজ্য বিভাগে ফিরে যান

এবার স্কুল পড়ুয়াদের আধার কার্ড করিয়ে দেবে রাজ্য শিক্ষা দপ্তরই

September 21, 2021 | < 1 min read

স্কুল পড়ুয়াদের জন্য এবার আধার কার্ডে নাম অন্তর্ভুক্তর ব্যবস্থা করল শিক্ষা দফতর। নতুন এই পাইলট প্রজেক্টের মাধ্যমে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের নাম আধারের অন্তর্ভুক্ত করা হবে। পয়লা অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া।

রাজ্যের যেসকল পড়ুয়ারা এখনও আধারে নাম নথিভূক্ত করতে পারেনি, এবার তারা সহজেই আধার কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। নয়া পাইলট প্রজেক্টের মাধ্যমে রাজ্য জুড়ে স্কুলগুলিকে চিহ্নিত করে চলবে আধার অন্তর্ভুক্তির প্রক্রিয়া। আগামী পয়লা অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া। এই কাজে জেলা স্কুল পরিদর্শক বা ডিআইকে নোডাল অফিসার নির্বাচন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দিনগুলিতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পড়ুয়া ও তার অভিভাবককে আধার অন্তর্ভুক্তি কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। করোনা অতিমারির কথা মাথায় রেখে সুনির্দিষ্ট করোনাবিধি মেনে প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের আধার নম্বর অন্তর্ভুক্তিকরণের কাজ পুজোর ছুটির পর শুরু হবে বলে স্পষ্ট জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বর্তমানে স্কুল পড়ুয়াদের জন্য একাধিক সুযোগ সুবিধা ও বৃত্তি প্রদান করে থাকে রাজ্য সরকার। আধার কার্ড না থাকায় অনেক পড়ুয়া সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। এবার সেই সব সমস্যা মিটবে বলে মত শিক্ষাবিদদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#students, #Aadhar Card, #West Bengal

আরো দেখুন