রাজ্য বিভাগে ফিরে যান

সপ্তাহ জোড়া টানা প্রচারে মমতা

September 21, 2021 | 2 min read

৩০ সেপ্টেম্বর ভোট। তার ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে। হাতে গুনে বলতে গেলে প্রচারের আর বাকি মাত্র সাত দিন। সে অর্থে প্রচারের শেষ সপ্তাহ । সোমবার থেকেই জোরকদমে যার সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে গতকাল বাবুল সুপ্রিয় এসেছিলেন তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দীর্ঘদিন পর প্রশান্ত কিশোর। সেই পর্ব সেরেই অভিষেক আর পিকে-কে নিয়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়েন ভবানীপুরের উদ্দেশ্যে। রাস্তায় নেমে জনসংযোগ করতে।

প্রথমেই যান শম্ভুনাথ স্ট্রিটের বহু পুরনো শীতলা মন্দির। এলাকাবাসীর আলাদা বিশ্বাস রয়েছে এই মন্দির নিয়ে। সেখানে আরতি দিয়েই জনসংযোগ শুরু করেন মমতা । ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। অভিষেক, পিকে-কেও দেখা যায় আরতি করতে । ৭১ নম্বর ওয়ার্ডের ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। শরতে অকাল বর্ষণে রোজকার জীবন কার্যত অতিষ্ঠ। একে নিম্নচাপ, তায় ঘূর্ণাবর্ত, সব মিলিয়ে টানা বৃষ্টি হয়ে চলেছে কলকাতা-সহ আশপাশের এলাকায়। সেই প্রসঙ্গ তুলে স্থানীয়দের সতর্ক থাকতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেছেন, যে কোনও সমস্যায় তাঁর কাছে যেন খবর পাঠানো হয়। সব সময় মানুষের পাশে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল থেকেই টানা ওয়ার্ড প্রচার শুরু করছেন মমতা । আজ ফের চেতলার অহীন্দ্র মঞ্চের কর্মিসভা। পরদিন চক্রবেড়িয়া উত্তর ও পদ্মপুকুর রোডের সংযোস্থলে রয়েছে মমতার সভা। ২৫- এ পরপর দু’টি সভা করবেন। প্রথমটি কলিন লেন ও পরেরটি শেক্সপিয়র সরণি থানার সামনে। শেষ সভা করার কথা ২৬ সেপ্টেম্বর নিজের পাড়ায়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে সেই সভার পাশাপাশি ওই একই দিনে গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডে একটি সভা করার কথা রয়েছে অভিষেকের।

বস্তুত, মহালয়ার আগেই জমজমাট হয়ে উঠেছে ভবানীপুরের ভোট। কমিশনের বিধি মেনে বড় কোনও সভা না রেখে পাড়ায় পাড়ায় যেভাবে ছোট সভার দিকে ঝুঁকেছে তৃণমূল, তাতে আরও বেশি সরগরম হয়ে উঠেছে পুজোর আগে রাজ্যের এই একমাত্র উপনির্বাচন।

TwitterFacebookWhatsAppEmailShare

#By Election, #Mamata Banerjee, #Bhabanipur

আরো দেখুন