আমরা খেলব, আমরা লড়ব, আমরা বিজেপিকে দেশছাড়া করব: মোমিনপুরে মমতা
বিধানসভার ভোটে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, স্লোগানে ভর করে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। এ বার ভবানীপুর উপনির্বাচনকে ঘিরেও তৈরি হয়েছে নতুন স্লোগান। ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’, ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের জন্য এই স্লোগানকে হাতিয়ার করছে তৃণমূল।
উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ভোট হবে ভবানীপুর বিধানসভায়। দেওয়ালে, রাস্তার মোড়ে হোর্ডিং, ফ্লেক্স ও সামাজিক মাধ্যমে এই স্লোগানটি দিয়ে জোর প্রচার শুরু হয়েছে। ছোট ছোট হোর্ডিং তৈরি করেও ভবানীপুর এলাকাজুড়ে প্রচার অবশ্য শুরু হয়েছিল বেশ কয়েকদিন আগেই। আজ ভবানীপুর বিধানসভায় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লাইভ আপডেট
৫:১৬: ভোটের পর আমি আবার আসবো। আবার দেখা হবে। যতদিন বেঁচে থাকব, আপনাদের জন্য কাজ করব।
৫:১৫: ওদের লক্ষ্য যেনতেন প্রকারে ভোট বানচাল করা। আমাদের লক্ষ্য মানুষের ভোট আর ভালোবাসা পাওয়া।
৫:১৪: আমি সিপিএমের সাথে লড়ে তারপর ক্ষমতায় এসেছি। আমি যদি ৩০ বছর ওদের সাথে লড়তে পারি, তাহলে আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করে দেশকে মুক্ত করব।
৫:১৩: উত্তরপ্রদেশে কাদের সরকার? ওখানে কেউ কিছু বলতে পারে না। সরকারের সমালোচনা করলেই জেলে পাঠিয়ে দেয়। দিল্লি দাঙ্গায় কত লোক মারা গেছে? ইউপিতে কতজন মারা গেছে? গুজরাটে কত লোক মারা গেছে? কেউ জানে না।
৫:১২: উত্তরপ্রদেশে কোভিডে লোক মারা যাওয়ার পর শেষকৃত্য পর্যন্ত করতে দেয়নি। নদীতে ভাসিয়ে দিয়েছে। মালদায় সেই দেহ ভেসে এসেছে। আমরা সম্মানের সাথে সেই মৃতদেহ সৎকার করেছি।
৫:১১: আমাদের ১৪.৫ কোটি টিকা দরকার। আমরা ইতিমধ্যেই ৫.৫ কোটি টিকা দিয়েছি। এর মধ্যে আমরা নিজেরাই বেশকিছু টিকা সংগ্রহ করেছি।
৫:০৭: শুনলাম কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ভবানীপুরে প্রচার করতে এসেছেন। তাঁকে আমি জিজ্ঞেস করতে চাই, গ্যাসের দাম কবে কমবে?
৫:০৬: আপনাদের এক একটা ভোট আমাদের দিল্লির পথে পা বাড়াতে সাহায্য করবে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়তে সাহায্য করবে।
৫:০৫: এখানে সব ধর্মের, সব জাতির মানুষ একসাথে মিলে মিশে থাকে। সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের চিরকাল পাহারাদার।
৫:০৪: ভাববেন না যে দিদি জিতবেই, ভোট দিতে গিয়ে কী লাভ। অবশ্যই ভোট দিতে যাবেন। ঝড় জল বৃষ্টি যাই হোক, সবাইকে বেরোতে হবে। লড়াইটা অনেক বড়।
৫:০৩: আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, করে দিয়েছি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু থেকে লক্ষ্মীর ভান্ডার- সব কাজ শুরু হয়ে গেছে।
৫:০১: অসমে যখন এনআরসি হলো আমি দলকে পাঠিয়েছিলাম, ঢুকতে দেয়নি। ইউপিতে হাথরাসের ঘটনার পর যেতে দেয়নি। বাংলায় তো আপনারা ডেইলি প্যাসেঞ্জারী করেছেন। তবুও মানুষ আমাদের ভালোবাসা দিয়েছে, আমাদের জয়যুক্ত করেছে।
৫:০০: আমরা খেলব, আমরা লড়বো, আমরা বিজেপিকে দেশ ছাড়া করবো। এটা আমাদের প্রতিজ্ঞা।
৪:৫৯: এই নির্বাচন ভারতবর্ষের অন্যান্য জায়গায় আমাদের লড়তে শেখাবে। ইউপি থেকে খেলা হবে, অসমে খেলা হবে। ত্রিপুরাতে খেলা হবে। কেন হবেনা? তোমাদের হারাবার জন্য খেলবার লোক এসে গেছে।
৪:৫৮: কেউ যদি কোনো বদমাইশি করে, মনে রাখবেন ওদের প্ররোচনায় পা দেবেন না।
৪:৫৭: কবিরের সময়ের সকলে সহযোগিতা করেছেন। ঈদের সময় বাড়িতে পালন করেছেন। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি।
৪:৫৬: ত্রিপুরাতে কি দুর্গাপূজা হবে না? ১৪৪ ধারা থাকলে মানুষ পুজো করবে কিভাবে? আমাদের রাজ্য সম্পর্কে তো মিথ্যা রটনা করেন। দুর্গা পুজো হবে না? কালী পুজো হবে না? ছট পুজো হবে না? নবী দিবস হবে না? শুধু ১৪৪ ধারা হবে?
৪:৫৫: যারা আজকে বড় বড় কথা বলছে তারা শুনে রাখুন। উত্তরপ্রদেশে কবিরে মানুষ মারা গেলে গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হয়। ত্রিপুরাতে আমাদের দল যাতে মিটিং করতে না পারে তাই ১৪৪ ধারা লাগিয়ে দিয়েছে।
৪:৫৩: হয়তো এটা মা দুর্গা, মা কালীর ইচ্ছে ছিল যে আমি মুখ্যমন্ত্রী ভবানীপুর থেকেই হই। আপনাদের সাথে থাকাটাই আমার কাজ।
৪:৫১: আমার রাজনৈতিক জীবনে আমি সাতবার সাংসদ হয়েছি। সব সময় খিদিরপুর আমার পাশে ছিল। সত্য প্রকাশে এলে আপনারা চমকে যাবেন।
৪:৫০: আমিতো কাজ করতেই চাই। শুধু কেউ এসে আমায় বলুক কি কি করতে হবে। আমি করে দেব।
৪:৪৯: বাংলা নদীমাতৃক জায়গা। আমরা সাড়ে তিন লক্ষ পুকুর কেটেছি যাতে জল গিয়ে ওখানে জমা হয়। গার্ডেনরিচে ফ্লাইওভার হসপিটাল হয়েছে। এখানে কলেজও গড়া হয়েছে।
৪:৪৮: আগে বৃষ্টি হলেই সাতদিন জল জমে থাকতো। এখন তো এমন বৃষ্টি তার উপর পূর্ণিমার কারণে ভরা কোটাল।
৪:৪৭: গতবছর সাইক্লোন আম্পান এর বিপর্যয়ের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি মমিনপুরের আমরা একটা পাম্পিং স্টেশন বানাবো। মানুষের ভোগান্তি যাতে কম হয় তাই এই সিদ্ধান্ত।
৪:৪৫: এরকম বৃষ্টি আগে কখনো হয়নি। তবুও আমরা এই মিটিং করতে এসেছি।