বিদ্যুৎ উৎপাদনে দেশে সেরা সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র, উচ্ছসিত মমতা

এই সাফল্যের জন্য কর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

September 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিদ্যুৎ উৎপাদনে দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের অধীনস্থ সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি, সারা দেশে দশম স্থান অধিকার করেছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প। বিষয়টি টুইট করে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সাফল্যের জন্য কর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের ১৯তম এনার্জি পাওয়ার সার্ভে রিপোর্টে অনুমান করা হয়েছিল যে ২০২১-২২ অর্থবর্ষে রাজ্যে বার্ষিক বিদ্যুতের চাহিদা ৬,৫০,০০০ লক্ষ ইউনিট হবে। কিন্তু চলতি অর্থবর্ষে ৪,২০,০০০ লক্ষ ইউনিট বিদ্যুতের চাহিদা ছিল।

মুর্শিদাবাদের সাগরদীঘিতে ৬৬০ মেগাওয়াট সুপারক্রিটিকাল তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পে ৬-৭ হাজার কোটি টাকা দেবে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গ সরকার খুচরো বিদ্যুৎ গ্রাহক এবং ১৪ লক্ষ কৃষকদের সহায়তার জন্য ১ হাজার কোটি টাকার বিদ্যুৎ ভর্তুকি প্রদান করে থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen