কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, হাওড়ায় গ্রেপ্তার বিজেপি নেতার ছেলে
তদন্ত এগতেই সেই নম্বরের সূত্র ধরে মাসুদের নাম উঠে আসে
Authored By:

এক কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল বিজেপি নেতার ছেলেকে। ধৃতের নাম আশাব মাসুদ খান (১৮)। বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে ডোমজুড় থানার বাঁকড়া আউটপোস্টের আধিকারিকরা। বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে তোলা হয়। বিচারক দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ডোমজুড় এলাকার বিজেপি নেতা গুড্ডু খানের ছেলে মাসুদ। তার সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল ডোমজুড় এলাকারই বাসিন্দা বছর ষোলোর এক কিশোরীর। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে চিড় ধরে। সেই থেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে ওই কিশোরী। অভিযোগ, এই অবস্থাতেও মানসিকভাবে চাপ দিত মাসুদ। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই ৩১ জুলাই আত্মহত্যা করে ওই কিশোরী। এরপর ২ আগস্ট এবিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার মা। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিসের হাতে মোট চারটি মোবাইল নম্বর আসে। সেই নম্বরগুলির সঙ্গেই যোগাযোগ ছিল মৃতার। তদন্ত এগতেই সেই নম্বরের সূত্র ধরে মাসুদের নাম উঠে আসে। এরপরই বুধবার গভীর রাতে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।
যদিও এই গোটা ঘটনায় রাজনীতির গন্ধ পাচ্ছেন বিজেপির হাওড়া সদরের সভাপতি সুরজিত্ সাহা। তিনি বলেন, ওই ছেলেটির বাবা ভোটের আগেই আমাদের দলে যোগ দেন। যেহেতু তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, তাই তাঁকে ফাঁসানোর চেষ্ট চলছিল। তাঁর ছেলেকে সেভাবেই ফাঁসানো হয়েছে। ভবানীপুরেও গুড্ডুর কিছু পরিচিত আছেন। সেই পরিচিতি যাতে তিনি উপনির্বাচনে কাজে লাগিয়ে বিজেপির হয়ে ভোট টানতে না পারেন, সেইজন্য এই চক্রান্ত। তবে বিজেপির অভিযোগ নসাত্ করেছে তৃণমূল কংগ্রেস। হাওড়া সদর তৃণমূলের সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, উনি এমন কোনও ব্যক্তি নন, যাঁর প্রভাব ভবানীপুরের ভোটে থাকবে। পুলিস পুলিসের কাজ করেছে। আমাদের দল এই ধরনের রাজনীতি করে না, প্রশাসনিক কাজেও হস্তক্ষেপ করে না।