স্বাস্থ্যকর্মীদের নিরাপদে চলাফেরা নিশ্চিত করুক রাজ্য, নির্দেশ কেন্দ্রের
লকডাউনের সময়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সবাই এবং সাফাইকর্মীরাও যাতে সর্বত্র নির্বিঘ্নে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারগুলিকেই। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের পাঠানো চিঠিতে স্পষ্ট লিখেছেন, শুধু একটি রাজ্যের ভিতরই নয়, আন্তঃরাজ্য সফরেও যেন এই সব কর্মীদের কোনও বাধা পেতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে রাজ্য সরকারগুলিকে। কারণ কোভিড–১৯ মোকাবিলায় এই কর্মীরাই প্রথম সারির যোদ্ধা। তাঁদের আটকালে করোনা–যুদ্ধ বাধাপ্রাপ্ত হবে, চিঠিতে উল্লেখ করেছেন ভল্লা।
প্রসঙ্গত, দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে আন্তঃরাজ্য সীমানা বন্ধ করে দেওয়ায় সেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা যাতায়াতে সমস্যায় পড়েন বলে খবর হয়। তারপরই এই পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুধু এটাই নয়, চিঠিতে মন্ত্রক আরও নির্দেশ দিয়েছে যে, বিভিন্ন রাজ্যে নতুন বেসরকারি ক্লিনিক এবং নার্সিং হোম খোলার নিশ্চয়তাও দিতে হবে রাজ্য সরকারগুলিকেই।