৩০ সেপ্টেম্বর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে টিকাকরণ

শুক্রবার তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রথম ডোজের টিকা দেওয়া হবে ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর।

September 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডার্স কমিটির বৈঠকে পড়ুয়াদের টিকাকরণের দিন চূড়ান্ত হল। শুক্রবার তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রথম ডোজের টিকা দেওয়া হবে ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে ৪, ৫, ৭ এবং ৮ অক্টোবর।

পুজোর পরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা রয়েছে। তার আগে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আগেভাগে পুরো প্রক্রিয়া এবং পরিকল্পনা সেরে রাখতে বলেছে স্বাস্থ্যদপ্তর।

এদিন সেই ইস্যুতে সবপক্ষের বৈঠক ছিল। তাতে উপস্থিত ছিলেন ডিন, ছাত্র সংসদ এবং সংগঠনের প্রতিনিধিরাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen