দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

পূর্ব বর্ধমানে ১২৮টি ক্যাম্প থেকে উপভোক্তাদের হাতে হাতে সরকারি পরিষেবা দেওয়া শুরু

September 25, 2021 | 2 min read

শুক্রবার থেকে পূর্ব বর্ধমান জেলায় ১২৮টি ক্যাম্প থেকে উপভোক্তাদের হাতে হাতে পরিষেবা দেওয়া শুরু হল। দুয়ারে সরকারের শিবিরে আবেদন করার এক সপ্তাহের মধ্যে মিলছে সরকারি পরিষেবা। এত দ্রুত পরিষেবা পাওয়ার পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ।

১৬ আগস্ট থেকে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকারের ক্যাম্প। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মানুষ পরিষেবা নিতে হাজির হয়েছেন দুয়ারে সরকারের ক্যাম্পে। মোট ৩ কোটি ৫৭ লক্ষ ৬৮ হাজার ৬৪৬ জন মানুষ বিভিন্ন প্রকল্পে নাম লিখিয়েছেন। রাজ্যের নিরিখে পূর্ব বর্ধমান রয়েছে দশম স্থানে। এই জেলার মোট জন্যসংখ্যার ৪২.৭৩ শতাংশ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে হাজির হয়ে পরিষেবা পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন। সেই আবেদনের ভিত্তিতে এবার পরিষেবা দেওয়া শুরু হয়েছে। এক সপ্তাহব্যাপী দুয়ারে সরকারের এই বিপুল আবেদন খতিয়ে দেখে এদিন থেকে সাধারণ মানুষের হাতে দেওয়া হচ্ছে কাস্ট সার্টিফিকেট, জমির নথি, জয় জোহার প্রকল্পের সুবিধা। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, জেলার ১২৮টি ক্যাম্প থেকে পরিষেবা তুলে দেওয়া হচ্ছে।

এবার দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে প্রথম থেকেই সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। মোট আবেদনের ৫০ শতাংশ আবেদন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারেই পড়েছে। এক মাসে ১০ লক্ষ ৮০ হাজার ৯৯৯ টি আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। দুয়ারে সরকারের ক্যাম্পে ১৮টি প্রকল্প মিলে মোট ২১ লক্ষ ৭৬ হাজার ৪৯৮ টি আবেদন জমা পড়ে। জেলার মোট ৫হাজার ৪৯৪টি ক্যাম্পে ২০ লক্ষ ৬৫ হাজার ৭৭৪ জন পরিষেবা নিতে হাজির হয়েছেন। একমাস ধরে নির্বিঘ্নে দুয়ারে সরকারের ক্যাম্প পরিচালনা করে খুশি জেলা প্রশাসনের কর্তারা। এই বিপুল আবেদনের ভিত্তিতে এবার পরিষেবা দেওয়াটাই চ্যালেঞ্জ বলে মনে করছেন তাঁরা। গলসির আদড়াহাটির বাসিন্দা ত্রিদিব ঘোষ বলেন, এক সপ্তাহ আগে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম। এর মধ্যেই সেই আবেদনে সাড়া মিলেছে। এদিন সার্টিফিকেট হাতে পেয়েছি। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে চাকরির ক্ষেত্রে আমার এই সার্টিফিকেট ভীষণ কাজে আসবে। কৈতারার বাসিন্দা সঞ্চয়িতা দাস বলেন, ১৫তারিখে দুয়ারে সরকারের ক্যাম্পে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করি। সেই আবেদন বিবেচনা করে ১০ দিনের মধ্যেই আমাদের তা দিয়ে দেওয়া হবে আশা করিনি। খুবই ভালো লাগছে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Burdwan District

আরো দেখুন