কলকাতা বিভাগে ফিরে যান

অসমে বাঙালি হত্যার প্রতিবাদে অসম ভবনের সামনে অবস্থান বাঙালি জাতীয়তাবাদী সংগঠনের

September 25, 2021 | < 1 min read

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসমের দরং জেলায় একটি সুবিশাল শিবমন্দির নির্মাণের লক্ষ্যে হাজার হাজার বাঙালি মুসলিমকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার পর বৃহস্পতিবার সেই আশ্রয়চ্যুতদের বিক্ষোভে গুলি চালায় অসম পুলিশ। এই ঘটনাতেই এখন উত্তাল রাজ্য রাজনীতি। এবার অসমের নিপীড়িত বাঙালিদের পাশে দাঁড়াল বাংলা জাতীয়তাবাদী সংগঠন, জাতীয় বাংলা সম্মেলন। ঘটনার প্রতিবাদে আজ তারা কলকাতায় অবস্থিত অসম ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে এবং বিজেপির অত্যাচারের বিরুদ্ধে অসমের বাঙালিদের পাশে থাকার বার্তা দেয়।

বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযানে পুলিশের গুলিতে অন্তত দুজনের মৃত্যু ও আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর সামনে এসেছে। আর এই ঘটনাতেই অসম সরকারের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ।

প্রসঙ্গত, দরং জেলার ধলপুর গ্রামে একটি প্রাচীন শিবমন্দিরকে অনেক বড় আকারে গড়ে তোলার লক্ষ্যে গত কয়েক মাস ধরেই অসম সরকার সেখানে দফায় দফায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে, যদিও সেই ভিটেমাটি হারানোরা দাবি করছেন তাদের সব ধরনের সরকারি নথি ও পরিচয়পত্রই আছে।

সেই অভিযানের সর্বশেষ ধাপে গত সোমবার ওই অঞ্চলের বাসিন্দা প্রায় আটশো পরিবারের বেশ কয়েক হাজার মানুষকে তাদের ভিটে থেকে উচ্ছেদ করে সেই জমি খালি করিয়ে দেওয়া হয়। তার প্রতিবাদে বৃহস্পতিবার দরংয়ে উচ্ছেদ-বিরোধী কমিটি বিক্ষোভ দেখালে তাদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#assam, #jatiyo bangla sommelan, #Assam Bhaban

আরো দেখুন