দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বিজেপিতে বড় ভাঙন! হাওড়াতে ১০০০ নেতা কর্মীর যোগদান তৃণমূলে

September 25, 2021 | < 1 min read

বিজেপির রাজ্য সভাপতি বদল করেও দলীয় নেতা কর্মীদের দলত্যাগ আটকানো সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির নেতা কর্মীরা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলাতেও বিরোধী রাজনৈতিক শিবিরে আঘাত এনেছে তৃণমূল। ফলে একদিকে যেমন বিজেপি সিপিএম দলের অভ্যন্তরে ফাটল চওড়া হয়েছে সেইরকম একাধিক গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়েছে।

বিধানসভা নির্বাচনের পর থেকেই হাওড়া গ্রামীণ জেলার উদয়নারায়নপুরে সবথেকে বেশি বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী তৃণমূলে যোগ দিয়েছে। নির্বাচনের পর থেকেই এই বিধানসভা কেন্দ্রে হাজারে হাজারে বিজেপি সিপিএম নেতা কর্মী তৃণমূলে যোগ দিয়েছে। এমনকি দিন কয়েক আগে বিধানসভার কানপুর অঞ্চলের ঘোড়াদহ বাসষ্ট্যান্ডে মেঘা যোগদান মেলায় ২ হাজার বিজেপি সিপিএম নেতা কর্মী তৃণমূলে যোগ দিয়েছিল। আর শনিবার নতুন করে ১ হাজার বিজেপি সিপিএম নেতা কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন উদয়নারায়নপুরের বসন্তপুরে এক অনুষ্ঠানে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। এদিন বিধায়ক সমীর পাঁজা জানান রাজ্যের মানুষ এটা বুঝতে পেরেছেন উন্নয়নের আর এক নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই কারণেই সকলে তৃণমূলের পতাকা তলে আসতে চাইছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#howrah, #bjp, #tmc

আরো দেখুন