দেশ বিভাগে ফিরে যান

তুঙ্গে চাহিদা! বুকিং শুরুর ৩ ঘণ্টা ১৫ মিনিটে সংরক্ষিত ৫৪ হাজারের বেশি আসন

May 12, 2020 | < 1 min read

টিকিটের চাহিদা বিকেল থেকেই বোঝা গিয়েছিল। সেই চাপে ক্র্যাশ করে যায় টিকিট বুকিংয়ের ওয়েবসাইট। তারপর বুকিং শুরু হওয়ার মাত্র ৩ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে প্রায় ৩০,০০০ পিএনআর জেনারেট করা হয়েছে। ৫৪,০০০-এর বেশি আসন সংরক্ষিত হয়েছে।

সোমবার নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পর বুকিং হওয়ার প্রথম ১০ মিনিটেই হাওড়া-নয়াদিল্লি ট্রেনের এসি-১ এবং এসি-৩ সব আসন সংরক্ষিত হয়ে যায়। পরের ১০ মিনিটে প্রথম ট্রেনের সব সংরক্ষিত আসন নিঃশেষ হয়ে যায়। মঙ্গলবার সকাল পর্যন্ত আইআরসিটিসি-র ওয়েবসাইট অনুযায়ী, আগামী ১৮ মে পর্যন্ত হাওড়া-নয়াদিল্লির ট্রেনে একটিও আসন ফাঁকা পড়ে নেই।

তুঙ্গে চাহিদা! বুকিং শুরুর ৩ ঘণ্টা ১৫ মিনিটে সংরক্ষিত ৫৪ হাজারের বেশি আসন

একই অবস্থা ভুবনেশ্বর-নয়াদিল্লি বিশেষ ট্রেনের। বুকিং শুরুর ৩০ মিনিটের মধ্যে এসি-১ এবং এসি-৩ কোচের সব আসন সংরক্ষিত হয়ে যায়। এক ঘণ্টার মধ্যে পুরো ট্রেনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছে ইস্ট-কোস্ট রেলওয়ে। 

রেলের তরফে বলা হয়েছে, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, এক ঘণ্টারও কম সময়ে ১৩ মে’র সব টিকিট বিক্রি হয়ে গিয়েছেন। তবে এসি ৩-এ তিনটি টিকিট ক্যানসেল করা হয়েছে। ১৪ মে’র ট্রেনে এসি ৩-তে ৪৭ টি এবং এসি ২-তে ন’টি আসন ফাঁকা রয়েছে। ১৭ মে পর্যন্ত ফার্স্ট ক্লাস এসির সব আসন ভরতি হয়ে গিয়েছে।’ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার পরিসংখ্যান অনুযায়ী, বুধবার, শুক্রবার, শনিবারের ট্রেনের টিকিট নিঃশেষ হয়ে গিয়েছে। রবিবারে ৩০০-র বেশি টিকিট আছে। বৃহস্পতিবারের মাত্র তিনটি টিকিট পড়ে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#lock down, #trains

আরো দেখুন