বালুচিস্তানে উড়িয়ে দেওয়া হল জিন্নার মূর্তি
গদরের ডেপুটি কমিশনার মেজর (অবসরপ্রাপ্ত) আবদুল কবীর খান জানিয়েছেন, এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করা হবে।

বোমা বিস্ফোরণে মহম্মদ আলি জিন্নার স্ট্যাচু উড়িয়ে দিল জঙ্গিরা। অশান্ত বালুচিস্তান (Balochistan) প্রদেশের উপকূলবর্তী শহর গদরে পাকিস্তানের প্রতিষ্ঠাতার মূর্তি ধ্বংস করা হয়েছে। জুনেই মেরিন ড্রাইভে এই মূর্তি বসানো হয়েছিল। যে স্থানকে এতদিন নিরাপদ মনে করা হতো, সেখানেই রবিবার সকালে জঙ্গি হামলায় নড়েচড়ে বসেছে পাক প্রশাসন। সোমবার পাক সংবাদপত্র ‘দ্য ডন’ পত্রিকায় এই খবর প্রকাশিত হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গদরের ডেপুটি কমিশনার মেজর (অবসরপ্রাপ্ত) আবদুল কবীর খান জানিয়েছেন, এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করা হবে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, পর্যটক সেজে জঙ্গিরা জিন্নার স্ট্যাচুতে বিস্ফোরক রেখে যায়। ডেপুটি কমিশনার জানিয়েছেন, সব দিক বিবেচনা করেই তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বিস্ফোরণের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও দু’একদিনের মধ্যেই সংশ্লিষ্ট জঙ্গিরা ধরা পড়বে। বালুচিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্তমান সেনেটর সরফরাজ বুগতি ট্যুইট করেছেন, গদরে কায়েদ-এ-আজম’এর স্ট্যাচু ধ্বংস পাকিস্তানের নীতির উপর আঘাত। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায়। অন্যদিকে, পাক জাতীয়তাবাদীরা এই ঘটনার জন্য নিরাপত্তাবাহিনীর গাফিলতিকে দায়ী করেছে।