রাজ্য বিভাগে ফিরে যান

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো পৌঁছালেন কলকাতায়, আগামীকালই যোগদান তৃণমূলে?

September 28, 2021 | < 1 min read

জল্পনা সত্যি করে আগামীকাল অর্থাৎ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিতে চলেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। গতকাল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদের পাশাপাশি নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন গোয়ার দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

গতকাল গোয়া বিধানসভার অধ্যক্ষের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন তিনি। এর পরেই মমতা বন্দোপাধ্যায়ের ঘোষিত প্রশংসা করে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী Luizinho বলেন, “আমি কিছু লোকের সঙ্গে দেখা করেছি। তারা বলেছিল যে আমি ৪০ বছরের একজন কংগ্রেসম্যান এবং আমি কংগ্রেস পরিবারের একজন হিসেবে থাকব। চারটি কংগ্রেসের মধ্যে, মমতাই একমাত্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে কঠিন লড়াই করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বাংলায় ২০০টি সভা করেছিলেন এবং অমিত শাহ (Amit Shah) ২৫০টি সভা করেছেন কিন্তু তারপরেও মমতা (Mamata Banerjee) ফর্মুলা জিতেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) স্ট্রিটফাইটার হিসেবে বর্ণনা করে তিনি বলেন আমাদের এরকম ফাইটার প্রয়োজন। তিনি আরও বলেন সব কংগ্রেস দলের একসঙ্গে এসে BJP-র বিরুদ্ধে লড়াই করতে হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Luizinho Faleiro, #tmc, #Goa

আরো দেখুন