গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করে ঘরে ফিরলেন ৬৯৩ জন
গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল রাজ্যের সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। একদিনে করোনার বলি হয়েছেন ১৩ জন। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৩৭ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১২৫ জন। অর্থাৎ ওই জেলার সংক্রমণও বেড়েছে।
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে নদিয়া। একদিনে সেখানকার ৫৮ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৫৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১. ৯৩ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৬৭,৫৭৩।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৩ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় কমেছে মৃত্যু। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। একদিনে করোনার বলি সেখানকার ৩ জন করে। স্বাভাবিকভাবেই তা চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৭৬৪ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৯৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১,২২৩। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।