ত্রিপুরার আম্বাসায় খুলল তৃণমূলের নতুন পার্টি অফিস, প্রথম দিনেই যোগদান ৪০০ নেতা কর্মীর

এদিন ত্রিপুরার আম্বাসাতে তৃণমূলের দলীয় অফিসে বিশাল সংখ্যক মানুষ বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেন।

September 28, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ত্রিপুরার(Tripura) মাটিতে তৃণমূলকে(TMC) আটকাতে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে শাসক দল বিজেপি(BJP)। যদিও ত্রিপুরার মানুষ ক্রমশ আপন করে নিচ্ছে ঘাসফুলকে। মঙ্গলবারও বিজেপি, সিপিএম সহ একাধিক দল থেকে তৃণমূল শিবিরে নাম লেখালেন চারশোরও বেশি নেতাকর্মী। কার্যত গোটা ত্রিপুরা থেকেই বিশাল সংখ্যক ছাত্র যুব নেতৃত্ব এদিন তৃণমূলে যোগ দেন। যদিও এদের মধ্যে অধিকাংশই ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের(Biplab Deb) বিধানসভা ক্ষেত্র থেকে। পাশাপাশি, ত্রিপুরার ধলাই জেলার আম্বাসাতে এক নয়া দলীয় অফিস খোলা হয় তৃণমূলের তরফে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন ত্রিপুরার আম্বাসাতে তৃণমূলের দলীয় অফিসে বিশাল সংখ্যক মানুষ বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে তাদের অভ্যর্থনা জানান, তৃণমূল নেতা সুভাষ ভৌমিক। বিজেপি, সিপিএম সহ অন্যান্য দল থেকে বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের তৃণমূল যোগের ছবি শেয়ার করা হয়েছে ত্রিপুরা তৃণমূলের টুইটার অ্যাকাউন্টেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen