সামনে দুর্যোগ, কন্ট্রোল রুম খুলল বিদ্যুৎ দপ্তর
Authored By:

বাংলার উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণাবর্ত। শক্তি বাড়িয়ে নিম্নচাপের চেহারা নেবে কয়েক ঘণ্টার মধ্যেই। আজ থেকেই অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। লাল সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে। নিম্নচাপ ও ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুম খোলা হয়েছে যা ২৪ ঘণ্টা খোলা থাকবে। জরুরিকালীন অবস্থার জন্য টোল ফ্রি নম্বরও চালু হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামীকাল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো সহ কলকাতায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আগাম পদক্ষেপ নেওয়ার জন্য আগেই জেলাশাসকদের সঙ্গে বৈঠক হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। আজ সকাল থেকে বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুম চালু হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সুরেশ কুমার, সিএমডি সান্তনু বোস ও বিদ্যুৎ বন্টন বিভাগের অন্যান্য অধিকর্তারা।
জানা গেছে আজ থেকে তিনদিনের জন্য খোলা থাকবে কন্ট্রোল রুম। মাইকিং করে জনসাধারণ কে সতর্ক করা হবে। গ্রাহকদের এসএমএস করেও জানানো হয়েছে।