রাজ্য বিভাগে ফিরে যান

গোয়ায় ফুটলো ঘাসফুল, প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু দাপুটে নেতা যোগ দিলেন তৃণমূলে

September 29, 2021 | 2 min read

বাংলা ছাড়িয়ে ত্রিপুরা ও অসমে সংগঠন বিস্তারে ঢালাও কর্মসূচি পালন করছে তৃণমূল। এবার ঘাস-ফুলের নজরে গোয়া। রবিবার, ভবানীপুরের নির্বাচনী প্রচার সভায় তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সংগঠন গড়তে সে রাজ্যে কাজ শুরু করে দিয়েছেন দলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁরা কথা বলেছেন গোয়ার নানা রাজনৈতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের ব্যক্তিত্বদের সঙ্গে।

এবার শুরু হল তৃণমূলে যোগদানের পালা। এক্ষেত্রে গোয়ার কংগ্রেসের কোনও বড় নেতাকে যোগদান করিয়েই নজর কাড়তে মরিয়া বাংলার শাসক দল। সেই লক্ষ্যে আজ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিধায়ক লুইজিনো ফেলেইরো।

৭১ বছর বয়সী লুইজিনো ফেলেইরো গোয়ার অন্যতম শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা। ১৯৯৮-৯৯ সালে সামলেছেন গোয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্ব। ছিলেন দলের প্রদেশ সভাপতি। বর্তমানে তিনি দক্ষিণ গোয়ার নাভেলিম বিধানসভার বিধায়ক। এমনকী এআইসিসি-র সম্পাদক ফেলেইরো উত্তর পূর্বের রাজ্যগুলির দলীয় সংগঠন দেখভালের দায়িত্বেও ছিলেন। ফলে আগামী বছর ভোটের আগে এই বর্ষীয়ান নেতার তৃণমূলে যোগদান নিঃসন্দেহে হাত শিবিরের কাছে বড় ধাক্কা হতে চলেছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন তৃণমূলে যোগ দিয়েছেন, প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার, গোয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক জ্যোতিষ নায়েক। এছাড়াও গোয়া কংগ্রেসের অপর দুই সম্পাদক মারিও পিন্টো দে সান্তানা, আনন্দ নায়েকও যোগদান করেছেন এদিন। এছাড়াও ছিলেন কংগ্রেসের যুব শাখার প্রাক্তন সম্পাদক রবীন্দ্রনাথ ফেলেইরো।
নাগরিক সমাজ থেকে এদিন তৃণমূলে যোগ দিলেন, সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখক শিবদাস সোনু নায়েক, অর্থনীতিবিদ রাজেন্দ্র কোকোদকার, দক্ষিণ গোয়ার আইনজীবী সংগঠনের সভাপতি আন্তোনিয় মন্টেরিয় ক্লোভিস দ্য কোস্তা।

উল্লেখ্য, গোয়ায় তৃণমূলের বিস্তার কতটা সম্ভব তা আগেই রেইকি করেছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। তিন মাস আগেই সংস্থার প্রতিনিধিরা গোয়ার রাজনৈতিক জমি জরিপের কাজ করে ফেলেছেন। এরপরই আরব সাগরের তীরে এই ছোট্ট রাজ্যে সংগঠন তৈরিতে মনোনিবেশ করল তৃণমূল।

বিশিষ্টজনদের তৃণমূলে যোগদানে উচ্ছসিত মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইট করে তাদের তৃণমূল পরিবারে স্বাগত জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #trinamool, #Goa, #Gonychi Navi Sakal

আরো দেখুন