মমতা স্ট্রিট ফাইটার, তৃণমূলে যোগদানের পরে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ফেলেইরো
জল্পনা ছিল আগে থেকেই। সেইমতো নির্দিষ্ট দিনে তৃণমূলে যোগ দিলেন গোয়ার ২ বারের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro)। তাঁর সঙ্গেই ঘাসফুল শিবিরে এলেন আরও বেশ কয়েকজন নেতা। এতজনের একসঙ্গে যোগদান যেমন তৃণমূলের শক্তি বাড়াল, তেমনই বাংলার বাইরে তৃণমূলের গুরুত্বও বাড়ল। বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের সবাইকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে দলে যোগদানের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ফেলেইরো। মমতার লড়াইয়ের ভুয়সী প্রশংসা করে লুইজিনহো বলেন, ‘মমতা অত্যন্ত লড়াকু নেত্রী, প্রকৃত স্ট্রিট ফাইটার। দেশের রাজনীতিতে এই মুহূর্তে তাঁর মতো নেত্রী চাই। আমি প্রায় ৪০ বছর ধরে কংগ্রেস করছি। কিন্তু সেই দল ছেড়ে তৃণমূলে এসেছি। জানি, এই যাত্রা আমার পক্ষে সহজ হবে না। তবু মমতার সঙ্গে হাতে হাত রেখে লড়াই করব।’
তাঁর কথায়, ‘আমার পথ চলা শুরু হয়েছিল দেশের পশ্চিম উপকূল থেকে। কংগ্রেস ম্যান হিসেবে ৪০ বছর কাজ করেছি। আজ কংগ্রেস পরিবার টুকরো হয়ে গিয়েছে। এখন প্রধান লক্ষ্য বিজেপিকে হারানো।’
কংগ্রেস ছাড়ার পর পরই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন লুইজিনহো ফেলেইরো। তিনি বলেছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান মুখ হিসেবে মনে করেন তিনি।
সূত্রের খবর, আগামী দিনে তাঁকে তৃণমূলের গোয়া রাজ্য কমিটির সভাপতি করা হতে পারে। তাঁকে মুখ করেই আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে লড়বে তৃণমূল।