রাজ্য বিভাগে ফিরে যান

নির্বিঘ্নে শেষ হল তিন কেন্দ্রের নির্বাচন, বিজেপির যাবতীয় অভিযোগ খারিজ কমিশনে

September 30, 2021 | 5 min read

শেষ হল জঙ্গিপুর ও সামশেরগঞ্জ কেন্দ্রে সাধারণ নির্বাচন এবং ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে, নির্দিষ্ট কোভিডবিধি মেনে ভোটের আয়োজন করা হয়েছে এই তিন কেন্দ্রে। বিক্ষিপ্ত কিছু ইভিএম খারাপের ঘটনা ছাড়া, মোটের ওপর নির্বিঘ্নে হয়েছে নির্বাচন।

আজ সকাল থেকেই একের পর এক অভিযোগ জানাচ্ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বুথ জ্যামের অভিযোগ থেকে শুরু করে ভুয়ো ভোটার ও ১৪৪ ধারা লঙ্ঘন, প্রিয়াঙ্কার প্রত্যেকটি অভিযোগই কার্যত খারিজ করেছে কমিশন। এমনকি ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ জানিয়েছে বিজেপি। ফিরহাদ বলেন, পরাজয় নিশ্চিত জেনে বাহানা খুঁজছে বিজেপি।

ভবানীপুরে কেন্দ্রে হাইভোল্টেজ প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই কেন্দ্রের উপরই সমস্ত লাইমলাইট ছিল আজ সকাল থেকেই। নেত্রী নিজে দুপুর সোয়া তিনটের সময় ভোট দিতে আসেন মিত্র ইনস্টিটিউশনে। তার ঠিক এক ঘন্টা পর ভোট দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সামশেরগঞ্জ কেন্দ্রে ভোট পড়েছে ৭৮.৬ শতাংশ। জঙ্গিপুর কেন্দ্রে ভোটের হার ৭৬.১২ শতাংশ। ভবানীপুরে ৫৩.৩২ শতাংশ মানুষ ভোটাধিকার প্ৰয়োগ করেছেন।

দিনভর লাইভ আপডেট

বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ৬৬% ভোটদান

১৫.২৯ পদ্মপুকুরে বিজেপি নেতা কল্যাণ চৌবের গাড়িতে হামলার ঘটনাকে ঘিরে ধুন্ধুমার। বহিরাগত অভিযোগ করে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন তৃণমূল নেতা অসীম বসু।

৪.৩১ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

৩.২২ ভবানীপুরের উপনির্বাচনে ভোট দিয়ে বেরিয়ে গেলেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী

১৫.১৯ ভবানীপুরের উপনির্বাচনে ভোট দিতে এলেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

৩.০০ দুপুর ৩টে পর্যন্ত কোন বিধানসভা কেন্দ্রে কত ভোট পড়ল? দেখে নিন এক নজরে

২.৪৩: প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু নির্বাচন কমিশনের


২.৪২: ভবানীপুরে ভুয়ো ভোটার নিয়ে বিজেপির অভিযোগ খারিজ কমিশনের

২.১০: চেতলায় সপরিবারে ভোট দিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম

১.৫৭ঃ টুইটার হ্যান্ডেল হ্যাকের অভিযোগ সুব্রত মুখার্জির। থানায় অভিযোগ দায়ের

১.৩৯ ভবানীপুরের কয়েকটি বুথে রিগিংয়ের অভিযোগ বিজেপির। ১৫১, ১৬০, ১৬২, ১৭২ নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ। বিজেপির অভিযোগের কোনও সত্যতা নেই, জানাল নির্বাচন কমিশন ।

১.০৪ আজ দুপুর ৩.১৫ মিনিটে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

১.০০ দুপুর ১টা পর্যন্ত কোন বিধানসভা কেন্দ্রে কত ভোট পড়ল? দেখে নিন এক নজরে

১২.৫৮ ভবানীপুরে খালসা হাইস্কুলে ভুয়ো ভোটারের অভিযোগে উত্তেজনা, স্থানীয়দের অভিযোগ বিজেপির হয়ে ভোট দিতে এসেছিলেন ঐ ব্যক্তি

১২.৪৯ মদন মিত্রর পাড়ায় এসে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল সন্ত্রাস তৈরির চেষ্টা করছেন, অভিযোগ তৃণমূল কর্মীদের।

১২.৩৩ ‘বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ২০ টি গাড়ি নিয়ে ঘুরছে এবং ভোটারদের বিরক্ত করছে’, কমিশনে অভিযোগ তৃণমূলের

১২.৩৩ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে নালিশ বিজেপির, কাউকে প্রভাবিত করিনি, কোনও নিয়ম লঙ্ঘন করিনি, সাফাই ফিরহাদের

১২.১৭ ভবানীপুরে দেবন্দ্র ঘোষ রোডের একটি ভোট কেন্দ্রে প্রিয়াঙ্কা টিবরেওয়াল পৌঁছানোর পরে উত্তেজনা। কেন্দ্র বাহিনীর সঙ্গে বচসা ভোটারদের

১২.০০ গণতন্ত্রের উৎসবে সামিল হতে ভবানীপুরে হুইলচেয়ারে করে ভোট দিতে এলেন এক ক্যান্সার রোগী

১১:২১: ‘চলতে পারছে না তাই পথ ফাঁকা লাগছে’, ১৪৪ ধারার মধ্যে দোকান খোলা থাকার অভিযোগ নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়

১১:১৭: ভবানীপুরে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা ভবানীপুরের প্রাক্তন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়

১১.০৫ চেতলায় সৌজন্যের রাজনীতি। সিপিএমের ক্যাম্প অফিসে চায়ের আসরে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাড়ার ছেলে সবাই, রেষারেষি নেই, বললেন মন্ত্রী

১১.০০ সকাল ১১টা পর্যন্ত কোন বিধানসভা কেন্দ্রে কত ভোট পড়ল? দেখে নিন এক নজরে

১০.৫৩ বলবিন্দর কৌর। বয়স ৭৫, হাঁটতে সমস্যা। তবুও ছুটে এসেছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। ভবানীপুরে আজকের দৃশ্য

১০.২০ ১৪৪ ধারা লাগু থাকলে দোকান খোলা থাকতেই পারে। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ খারিজ করে জানাল নির্বাচন কমিশন

১০.১৫ সামশেরগঞ্জে ৬৫/৬৬ বুথে মাস্কের বিনিময়ে ভোট ভিক্ষা করতে গিয়ে ধরা পড়লেন কংগ্রেস নেতা। অবিলম্বে ব্যবস্থা নেন আধিকারিকরা

১০.১১ ভোটের বিধিভঙ্গের অভিযোগ ভবানীপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, একাধিক গাড়ি ও লোকজন নিয়ে ঘুরছেন, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী বলে অভিযোগ দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি দেবাশীষ কুমারের

১০.০০ ভবানীপুর কেন্দ্রে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন নবতীপর এক ভোটার। বললেন, এটা আমাদের অধিকার, তাই ভোট দিচ্ছি।

Image

৯.০১ কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা, ইসির পাস থাকা সত্বেও কাজে বাধা কলকাতা টিভির সাংবাদিককে

৯.০০ সকাল ৯টা পর্যন্ত কোন বিধানসভা কেন্দ্রে কত ভোট পড়ল? দেখে নিন এক নজরে

৮.৪১ ১৪৪ জারি থাকলে দোকান খোলা যাবে না, এরকম কোনও আইনে লেখা নেই। বিজেপি প্রার্থী ‘ফুটেজ’ খেতে চাইছেন, কটাক্ষ সিপিএম নেতা শতরূপ ঘোষের

৮.৩৮ ফ্রি স্কুল স্ট্রিটের ৬৯ নম্বর বুথে নিকল ইভিএম, দেড় ঘন্টা পরেও শুরু হয়নি ভোটগ্রহণ

৮.৩৩ উনি জানেন উনি হারবেন, তাই সকাল থেকেই বিভ্রান্তি ছড়িয়ে প্রক্রিয়াটা বিলম্বিত করার চেষ্টা করছেন উনি, প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে কটাক্ষ ফিরহাদের

৮.২২ ভবানীপুরে ধরা পড়ল পুলিশের মানবিক রূপ। এক প্রবীণ নাগরিককে বুথে যেতে সাহায্য করতে দেখা গেল এক পুলিশকর্মীকে

৮.১৯ কোনও রাস্তায় জল নেই, ভোটাররা বেরিয়েই ভোটকেন্দ্রে যেতে পারবেন, জানালেন ফিরহাদ হাকিম

৮.১৪ জঙ্গিপুরে ২১, ৫৫ নম্বর বুথে ইভিএমে সমস্যা, নতুন মেশিন নিয়ে ভোটগ্রহণ শুরু হল দেরিতে

৮.০৫ সামশেরগঞ্জ বিধানসভার দুটি বথে ইভিএম বিকল, ভোটগ্রহণে বিলম্ব

৭.৫৪ সামশেরগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি, অভিযোগের তীর কংগ্রেসের দিকে

৭.৪৪ ইভিএম খারাপ হয়ে যাবে জঙ্গিপুর হিরনের ২১ নম্বর বুথে ভোটগ্রহণ স্থগিত

৭.৪২ বিজেপি প্রার্থীর বুথ জ্যামের অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন, ১২৬ নম্বর বুথে মক পোলের জন্য দেরি ভোটগ্রহণে, জানালেন তারা

৭.৩২ঃ অনেক বুথে এজেন্টই দিতে পারেনি বিজেপি, ভোট শুরু হতেই কটাক্ষ ফিরহাদ হাকিমের

৭.২৯ ভবানীপুরের ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ

৭.০২ঃ ভবানীপুরের ২৫৪ নম্বর বুথে ইভিএম বিকল, বিলম্ব ভোটগ্রহণ শুরু হতে

৬.৫৮ঃ ভবানীপুরের ১২৪ নম্বর বুথে ভিভিপ্যাট বিকল, থমকে ভোটগ্রহণ

৬.৫৫ ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ভোটদান কেন্দ্র

Image
TwitterFacebookWhatsAppEmailShare

#Bypolls, #West Bengal, #Bhabanipur

আরো দেখুন