রাজ্য বিভাগে ফিরে যান

আমরা কিবোর্ড যোদ্ধা নই, রাস্তায় নেমে কাজ করি, কংগ্রেসকে নিশানা অভিষেকের

September 29, 2021 | < 1 min read

আজই তৃণমূলে যোগদান করেছেন গোয়ার প্ৰাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো সহ সে রাজ্যের বেশ কজন দাপুটে নেতা। যোগদানের পর সাংবাদিক বৈঠক করেন ফেলেইরো। সাংবাদিক বৈঠকে ফেলেইরো ছাড়াও উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাংসদ সৌগত রায়।

সম্প্রতি নির্বাচনী প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আক্রমণ করেছেন কংগ্রেসকে। কংগ্রেসের সঙ্গে সিপিএমের ‘আন্ডার স্ট্যান্ডিং’ থাকার দাবিও করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানাতেও বেশ কিছুদিন যাবৎ রয়েছে কংগ্রেস। বিরোধী জোটের দাবি করা সত্ত্বেও কেন বার বার কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তৃণমূলের সর্বভারতীই সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের লড়াই আদৰ্শগত। কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। আমরা দেশকে রক্ষা করতে চাই। তাই বিজেপিকে হারাতে চাই। কংগ্রেস শেষ ৭ বছর ধরে দেশের প্রধান বিরোধী দল। তারা কিছুই করতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে মূল পার্থক্য তৃণমূল শেষ সাত বছর ধরে বিজেপিকে হারাচ্ছে আর কংগ্রেস নিজেরাই সাত বছর ধরে হারছে।’

অভিষেক বলেন, ‘বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তি হিসেবে তৃণমূলকে বাংলার মানুষ নির্বাচন করেছে। কংগ্রেস যদি হাতে হাত রেখে বসে থাকে আমাদের কী করার আছে! আমরা দিল্লির আরামদায়ক ঘরে বসে থাকতে রাজী নই। আমরা সেই দল নই যাদের অস্তিত্ব শুধুই সামাজিক মাধ্যমে। রাস্তায় নেমে মানুষের হয়ে কাজ করি। আমরা কিবোর্ড যোদ্ধা নই। বিজেপির সামনে মাথা নত করব না। তাতে যে মূল্যই চোকাতে হোক।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #abhishek banerjee, #tmc

আরো দেখুন