‘বাইশে শ্রাবণ’ এর হিন্দি রিমেকের জন্য অমিতাভকে চান সৃজিত
নন্দলাল বসুর বাসভবনে এই ছবির প্রথম কাজ হয়েছিল। এক মাত্র ছবি যার শ্যুট হয়েছিল সেলুলয়েডে। ২০০৮-এ নির্দিষ্ট একটি চ্যানেলের জন্য ছোট ছবি আকারে এটি প্রথম লেখা। পরিচালনা করার কথা ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের। সেখানে প্রবীর রায়চৌধুরীর চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অভিজিৎ পাকড়াশির চরিত্রে কৌশিক সেনের অভিনয় করার কথা ছিল। কথা ছিল অঞ্জন দত্ত হবেন নিবারণ চক্রবর্তী এবং শ্রীকান্ত আচার্য গাইবেন ‘গভীরে যাও’ গান। আজ সেই চাঞ্চল্যকর ‘২২শে শ্রাবণ’ ছবির বয়স ১০ বছর হল।
ফেসবুকে সৃজিত মুখোপাধ্যায় একটি স্মৃতিমেদুর পোস্ট করে ১০ বছর পূর্তি পালনও করেছেন। ১০ বছর পরে আজও বাংলা ছবির দর্শকের কাছে এই ছবি যেন একটি ‘আইকন’। কিন্তু কোন জাদুবলে এত জনপ্রিয় এই ছবি? পরিচালকের কথায়, “দর্শকের একসঙ্গে পুজোর সময় এই ছবি দেখতে যাওয়ার স্মৃতি আছে। এত ভাল থ্রিলার। আবেগ। দর্শন। সঙ্গীত। মানুষকে আটকে রেখেছে। খুনি কে? তা জেনেও মানুষ বার বার এই ছবি দেখেন।”
হিন্দিতে কি ‘২২শে শ্রাবণ’ তৈরি হবে? একটি বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, “আমার হিন্দিতে চিত্রনাট্য লেখা আছে। সেখানে বাংলা কবিতার বদলে হিন্দি গানের অনুষঙ্গ আনা হয়েছে। খুনগুলো যেমন মহম্মদ রফির মৃত্যু দিনে, কিশোর কুমারের মৃত্যু দিনে হবে।”
কিন্তু কে হবে প্রবীর রায়চৌধুরী? সৃজিতের ইচ্ছে এই রোলটি করুন অমিতাভ বচ্চন। কিন্তু, বিগ-বি রাজি হবেন কি? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।