আমি মমতার মতো এত সৎ নেত্রী দেখিনি: লুইজিনহো ফেলেইরো
বুধবার তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো।

বুধবার তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। তিনি একা নন, গোয়ার হাত শিবিরের মোট ছয় জন নেতা সহ নাগরিক সমাজের সদস্য মিলিয়ে ১০ জন গতকাল জোড়া ফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন। বাংলা ছাড়িয়ে এবার দেশের তিন রাজ্য ত্রিপুরা, অসম ও গোয়ায় বিস্তারলাভ করল তৃণমূল।
আজ গোয়ার নেতারা নিজের রাজ্যে ফিরে গিয়েই সাংবাদিক বৈঠক করেন। সেখানে মমতাকে প্রশংসায় ভরিয়ে দেন ফেলেইরো। তিনি বলেন, ‘জীবনে এত নেতাদের সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু এত সৎ, সাধারণ নেতা দেখিনি।’
তিনি আরও বলেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে গোয়ায় আসার আমন্ত্রণ জানিয়েছি। পিতৃপক্ষের অবসান হলেই তিনি গোয়ায় আসবেন। গোয়ার মানুষ আগেই দিদির প্রতি নিজেদের ভালোবাসার প্রদর্শন করেছে।’
ফেলেইরো এদিন বলেন, ‘বিজেপি অনেক ভাবে তাঁকে আটকানোর চেষ্টা করেছে। এমনকি তাঁর হাড় ভেঙে দেওয়ার চেষ্টাও করেছিল তারা। কিন্তু দিদি লড়েছেন এবং বিজেপিকে হারিয়েছেন।’
লুইজিনহো ফেলেইরো এদিন আরও বলেন, ‘গোয়ার মানুষের কী কী চাহিদা এই মূহুর্তে সেইসবের জরীপ করছে আইপ্যাক। আমরা ১০ দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। কংগ্রেস গোয়ার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদৰ্শ আমাদের পথ দেখাবে।’
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘গোয়া পৃথিবীর সবচেয়ে বিত্তশালী রাজ্য হওয়া সত্ত্বেও গোয়ার মানুষদের এই দুরাবস্থা। যুব সমাজের সামনে শুধুই বেকারত্ব। তৃণমূল মানুষের দরজায়, দরজায় গিয়ে তাদের সাহায্য করবে। গোয়ায় পরিবর্তন চাই। আমাদের লক্ষ্য গোয়ার ৪০ টি আসনই জেতা।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য মহিলাদের ক্ষমতায়ণ। আমরা মহিলা নেত্রীদের দলে যোগদান করাব।’
গোয়া কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক জ্যোতিষ নায়েক বলেন, ‘গোয়াকে এখন মানুষ বেআইনি কার্যকলাপের জন্যে চেনে। এর জন্যে দায়ী বিজেপি। গোয়ায় সুদিন আনবে তৃণমূল।’
প্ৰাক্তন বিধায়ক লাভু মামলেদের বলেন, ‘গোয়ার ৭৫% জনগণ বিজেপিকে চায় না। তৃণমূলই একমাত্র আশা। মানুষ তাদের সমর্থন করবে।’