সিপিএমের সঙ্গে বিজেপির তুলনা করলেন দিলীপ ঘোষ

দিলীপবাবুর স্বগতোক্তি, মানুষ যেদিন যোগ্য মনে করবে সেদিন আমাদের সরকার ক্ষমতায় আসবে।

October 2, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

বিধানসভা নির্বাচনে হারের কারণ কাটাছেঁড়া এখনও চলছে বিজেপির অন্দরে। এরই মধ্যে নিজেদের সঙ্গে সিপিএমের তুলনা টানলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার বিধাননগরের EZCC-তে সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভায় তাঁকে বলতে শোনা যায়, সিপিএমের মতো আমরাও মানুষকে বোঝাতে পারিনি। তবে ভবিষ্যতে বিজেপি রাজ্যে সরকার গড়বে বলে আশাপ্রকাশও করেন তিনি।

এদিন দিলীপবাবু বলেন, ‘তৃণমূলের সরকারে আসার পিছনে সিপিএমের যেমন ব্যর্থতা আছে, তেমনি আমাদেরও আছে। আমরা মানুষকে বিশ্বাস করাতে পারিনি যে আমরা সরকার গঠন করতে পারি এবং একশো পঞ্চাশের বেশি আসন জিততে পারি। তারা মনে করেছে বিজেপির যা শক্তি আছে তাতে একশোর কাছাকাছি সিটই যথেষ্ট। তাই তারা দিয়েছেন।’

সঙ্গে দিলীপবাবুর স্বগতোক্তি, ‘মানুষ যেদিন যোগ্য মনে করবে সেদিন আমাদের সরকার ক্ষমতায় আসবে। আমাদের মুখ্যমন্ত্রী হবে। আর ক্ষমতার লোভে যাঁরা এখান থেকে ওখানে গেছেন, আজ হোক, কাল হোক, তাঁদের পদত্যাগ করতে হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen