২৭০০ কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করছে রাজ্য

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম ও স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী খবরের সত্যতা স্বীকার করেছেন।  

October 2, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

২৭০০ কমিউনিটি হেলথ অফিসার (সিএইচও) নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। চুক্তিভিত্তিতে তাদের নিয়োগ করবে স্বাস্থ্যভবনের জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম) শাখা। রাজ্যের প্রত্যন্ত গ্রামীণ এলাকার হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে তাঁদের নিয়োগ করা হবে। সেজন্য মন্ত্রিসভার সবুজ সংকেত মিলেছে। স্বাস্থ্যদপ্তর সূত্রে সম্প্রতি এ খবর জানা গিয়েছে। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম ও স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী খবরের সত্যতা স্বীকার করেছেন।  

দপ্তর সূত্রের খবর, বর্তমানে রাজ্যে প্রায় সাড়ে চার হাজার সুস্বাস্থ্যকেন্দ্র আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নীতি অনুযায়ী, আধুনিকীকরণের পর উপ স্বাস্থ্যকেন্দ্র বা সাব সেন্টারগুলির নয়া নাম হয়েছে ‘সুস্বাস্থ্যকেন্দ্র’। এখানে কোনও চিকিৎসক থাকবেন না। কিন্তু প্রত্যন্ত গ্রামীণ এলাকায় প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এগুলিই প্রধান ভরসা। শুধু তাই নয়, এটি সংক্রামক ও অ-সংক্রামক ব্যধি নিরাময়ে বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপও বটে। তাই চিকিৎসকের পরিবর্তে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে নার্সদের সিএইচওতে পরিণত করে এইসব কেন্দ্র চালানোর দায়িত্ব দেওয়া হচ্ছে। ২০১৭ এবং ২০১৮ সালের কেন্দ্রীয় সরকারি নির্দেশ অনুযায়ী, নার্সদের পাশাপাশি আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসারদেরও সিএইচও প্রশিক্ষণ এবং সিএইচও’র দায়িত্ব দিতে হবে। 

স্বাস্থ্যভবন সূত্রের খবর, বর্তমানে রাজ্যের প্রায় সাড়ে চার হাজার সুস্বাস্থ্যকেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছেন সাড়ে চার হাজার সিএইচও। ২৭০০ সিএইচও নিয়োগ হলে সুস্বাস্থ্যকেন্দ্র ও সিএইচও’র সংখ্যা বেড়ে হবে সাত হাজারের বেশি। রাজ্যের লক্ষ্য, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ‘পিলার’ প্রায় ১০ হাজার উপ স্বাস্থ্যকেন্দ্রকে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে পরিণত করা। সেক্ষেত্রে পরে আরও তিন হাজার সিএইচও নিয়োগ করতে হবে। তখন আর রাজ্যের প্রত্যন্ত গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা রক্ষীবিহীন থাকবে না। 
স্বাস্থ্য অধিকর্তা অজয়বাবু বলেন, এই পর্বের নিয়োগ মিটলে পরের ধাপে আরও তিন হাজার নিয়োগের দিকে আমরা যেতে পারব। লক্ষ্য একটাই, বাংলার ১০ হাজার সুস্বাস্থ্যকেন্দ্র যাতে সঠিকভাবে পরিচালিত হয়। 

প্রসঙ্গত, সিএইচও প্রশিক্ষণ নিয়ে গত ক’বছরে কম জলঘোলা হয়নি। রাজ্য প্রথমে সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র নার্সরাই সিএইচও প্রশিক্ষণ পাবেন। কেন্দ্র সাফ জানায়, তা চলবে না। প্রশিক্ষণ দিতে হবে আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসারদেরও। প্রথমে নিমরাজি থাকলেও পরে সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে স্বাস্থ্যভবন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen