রাজ্য বিভাগে ফিরে যান

মা হওয়ার পর এই প্রথম নিজের সংসদীয় কেন্দ্রে নুসরত

October 2, 2021 | 3 min read

সবে মা হয়েছেন। আর পাঁচজন মায়ের মতোই নিজেই ছেলের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। শুটিং ফ্লোরেও ফিরেছেন নুসরত। সমস্ত ব্যস্ততা সামলে এবার নিজের সংসদীয় এলাকায় বসিরহাটের তারকা তৃণমূল সাংসদ। হিঙ্গলগঞ্জ কলেজে যান তিনি। পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন নুসরত।

Nusrat Jahan

শনিবার বসিরহাটের হিঙ্গলগঞ্জ কলেজে যান নুসরত জাহান। সাংসদকে সংবর্ধনা জানান স্থানীয়রা।

Nusrat Jahan

গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজির ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপনও করেন নুসরত জাহান।

Nusrat celebrates Gandhi jayanti

বারবার বিতর্কে জড়িয়েছেন নুসরত জাহান। তুরস্কে গিয়ে নিখিল জৈনের সঙ্গে বিয়েও সারেন তিনি। পরে যদিও টলিপাড়ায় কান পাতলেই তাঁদের বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল।

Nusrat's allegations 'baseless, derogatory': Nikhil Jain on married life |  India News,The Indian Express

তারই মাঝে কার্যত বোমা ফাটান খোদ নুসরতই। নিখিলকে কোনওদিন বিয়ে করেননি বলেই দাবি করেন তিনি। তাঁরা লিভ-ইন পার্টনার ছিলেন বলেই জানান। নিখিল জৈনের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন।

Nusrat Jahan says marriage with Nikhil Jain is invalid in India. Read full  statement - Movies News

সামনে আসে নুসরত এবং অভিনেতা যশ দাশগুপ্তের ঘনিষ্ঠতার কথা। প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁদের দু’জনের কেউই। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের শেয়ার করা ছবি দেখে নুসরত এবং যশের ঘনিষ্ঠতার প্রমাণ পেয়েছেন নেটিজেনরা। একসঙ্গে লাঞ্চ ডেটেও দেখা গিয়েছে তাঁদের। 

Yash-Nusrat: বৃষ্টিভেজা দিনে পার্কস্ট্রিটে খুলমখুল্লা রোম্যান্স! নুসরতকে  নিয়ে লাঞ্চ ডেটে যশ - Nusrat Jahan and Yash Dasgupta Spend some quality  time over lunch in Park Street, made a public appearance together , Bangla  News

এই পরিস্থিতিতে জানা যায় নুসরত সন্তানসম্ভবা। নানা বাঁকা কথার মাঝেও অবিচল থেকেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ।

Nusrat Jahan cradles baby bump in first pics since pregnancy reveal:  'Kindness changes everything' - Hindustan Times

এরপর গত ২৬ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে সেই সময় প্রায় সারাক্ষণই নুসরতের সঙ্গী ছিলেন যশ। সন্তানের পিতৃপরিচয় নিয়ে কাটাছেঁড়া হয়েছে যথেষ্ট। যদিও কলকাতা পুরসভার জন্ম শংসাপত্রের নথি অনুযায়ী নুসরতের ছেলের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত। যা অভিনেতা যশ দাশগুপ্তেরই আরেক নাম।

Nusrat Jahan pregnant, flaunts baby bump days after row over marital status  : The Tribune India - Global Circulate

সন্তান হওয়ার পর অবসরযাপন করেননি নুসরত। ১২ দিন পরই কাজে ফিরেছিলেন। একটি স্যাঁলোর উদ্বোধন করতে দেখা গিয়েছিল নুসরতকে। তিনি এবং যশ ইশানকে নিয়ে ভাল সময় কাটাচ্ছেন বলেই জানান।

Bengali actress, TMC MP Nusrat Jahan blessed with baby boy

ফেরেন শুটিং ফ্লোরেও। নিজের নতুন ছবির কাজ শুরু করেন। বিজ্ঞাপনের কাজও করেন। পুজোর ফটোশুটও করেন নুসরত। এবার নিজের সংসদ এলাকায় পা রাখলেন তারকা সাংসদ। তবে নুসরত নিজের সংসদ এলাকার বাসিন্দাদের নিয়ে বিশেষ মাথা ঘামান না বলেই অভিযোগ বিরোধীদের। তবে নুসরত জানান, অসুস্থতার জন্য এতদিন নিজের সংসদ এলাকায় যেতে পারেননি। বর্তমানে সুস্থ বলেই সংসদীয় এলাকা পরিদর্শনে তারকা সাংসদ।

Nusrat-Jahan
TwitterFacebookWhatsAppEmailShare

#nusrat jahan

আরো দেখুন