জেতার পর মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানালেন স্পিকার

রবিবার বারুইপুরে তিনি বলেন মমতা বন্দোপাধ্যায়ের জয়ের ব্যাপারে আমাদের মধ্যে কোনও সংশয় ছিল না।

October 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মমতা বন্দোপাধ্যায় বিধানসভার সদস্য নির্বাচিত হওযায় তাকে অভিনন্দন জানালেন স্পিকার বিমান ব্যানার্জি।

রবিবার বারুইপুরে তিনি বলেন মমতা বন্দোপাধ্যায়ের জয়ের ব্যাপারে আমাদের মধ্যে কোনও সংশয় ছিল না। মমতা বন্দোপাধ্যায়ের যা জনপ্রিয়তা তার সমান শুধু বাংলা কেন ভারতেও কেউ নেই। মমতা বন্দোপাধ্যায় বিধানসভার সদস্য নির্বাচিত হলে আরও স্বাচ্ছন্দের সাথে কাজ করতে পারবেন। যেভাবে মমতা বন্দোপাধ্যায় রাজ্যকে পরিচালনা করছেন তার দিকে সারা দেশ তাকিয়ে আছে। অন্যান্য রাজ্যের স্পিকাররা তার কাছে এলে তারাও মমতা বন্দোপাধ্যায় ও তার কাজের পরিকল্পনা নিয়ে খোঁজ খবর করেন।

এতদিন মমতা বন্দোপাধ্যায় বিধানসভার সদস্য না থাকায় অনেকেই অনেক কথা বলছিলেন। সংবিধানের বিধান মেনেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যারা মুখ্যসচিবের সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন মুখ্যসচিব শুধুমাত্র নির্বাচন কমিশনের ভুমিকা স্মরণ করিয়ে দিয়েছেন।

আগাম সন্ত্রাসের আশঙ্কা করে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল হাইকোর্টে যাওযায় তাকে কটাক্ষ করেন তিনি। প্রচার পেতেই এইসব করেন তারা। সাধারণ মানুষ ওদের প্রত্যাখ্যান করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen