উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ভবানীপুরে মমতার জয়ের আনন্দে ভাসল উত্তরবঙ্গ, জেলায় জেলায় উচ্ছাস

October 4, 2021 | 2 min read

রবিবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা তখনও শেষ হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল ব্যবধানে জয় নিশ্চিত হয়ে গিয়েছে। আর সেটা বুঝতে পেরেই উত্তরবঙ্গের জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজয় উৎসবে মেতে ওঠেন।  কোথাও দলীয় কর্মীরা আবির খেলেন। কোথাও চলে মিষ্টিমুখ থেকে বাজিপটকা ফাটানো। ফুলবাড়িতেও তৃণমূলের নেতা-কর্মীরা বিজয় উৎসবে মাতেন। শিলিগুড়ির হাসমিচকে তৃণমূলের বাইক মিছিল এসে জমায়েত করে। সেখানে আবির খেলা হয়। চলে মিষ্টিমুখ পর্ব।  পথচলতি সাধারণ মানুষকেও মিষ্টিমুখ করানো হয়।

ফুলবাড়িতেও তৃণমূল বিজয় মিছিল করে।  দলনেত্রীর জয়ের খবরের পর জলপাইগুড়িতে সবুজ আবিরে রঙিন হন জেলা সভানেত্রী মহুয়া গোপ, মন্ত্রী বলুচিক বরাইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় প্রমুখ। পথচলতি মানুষ থেকে বাস যাত্রী সকলকেই এদিন মিষ্টিমুখ করান তাঁরা।  ময়নাগুড়িতেও এদিন তৃণমূল কর্মীরা মিছিল করেন। এদিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবর কলকাতা থেকে কোচবিহারে পৌঁছতেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা দেখা দেয়। রাস্তায় নেমে তৃণমূল কর্মীরা সবুজ আবিরে উল্লাসে মাতেন। জেলা নেতৃত্ব বৈঠক শেষে নিজেদের মধ্যে সবুজ মিষ্টি বিতরণ করে জয়ের আনন্দ ভাগ করে নেন। আলিপুরদুয়ার জেলাজুড়ে তৃণমূল কর্মী-সমর্থকরাও ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনায় ফেটে পড়েন।

আলিপুরদুয়ার শহরে দলের জেলা ও কালচিনিতে ব্লক পার্টি অফিসে কর্মীরা আবির মেখে পরস্পরকে মিষ্টিমুখ করান। ফালাকাটা শহরে সবুজ আবির মেখে বিজয় মিছিল করে তৃণমূল। কুমারগ্রামেও দলীয় কর্মী-সমর্থকরা আবির মেখে সকলকে মিষ্টিমুখ করান। এবার বিধানসভা ভোটে আলিপুরদুয়ারের পাঁচটি আসনের পাঁচটিতেই হেরে যায় তৃণমূল। লোকসভা ও বিধানসভা পর পর ভোটে হেরে আলিপুরদুয়ারে ক্লান্ত তৃণমূল নেতৃত্ব। তাই উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা। উৎসবে মাতেন ময়নাগুড়ির ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ঢাক-ঢোল নিয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Mamata Banerjee, #tmc

আরো দেখুন