দেবীপক্ষে প্রকাশ পাচ্ছে মমতার গানের অ্যালবাম ‘জননী’

অনেক সময়ই দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে শিল্পীদের গানের সুরে গলা মেলাচ্ছেন, তাল দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত গাওয়াটা অভ্যাসেও পরিণত করে ফেলেছেন তিনি। তা বলে আধুনিক বাংলা গাইছেন ‘অগ্নিকন্যা! এরকম দর্শক-শ্রোতার সংখ্যা হলফ করে বলা যায়, হাতে গোনা মাত্র কয়েকজন। পুজোর মরশুমে গীতিকার-সুরকার হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু একুশের পুজোর আবহে এবার বড় চমক! স্বয়ং মমতার গাওয়া গান। দেবীপক্ষে প্রকাশ পাবে গানের অ্যালবাম ‘জননী’। নারীশক্তির কথা ধরা পড়বে গানের ভাষায়।
আজ, বুধবার মহালয়ার পূণ্যলগ্নে প্রকাশিত হবে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা। নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তা প্রকাশিত হবে। মমতার লেখা তাতে যেমন আছে, তেমনই দলের নেতৃত্ব এবং সমাজের বিশিষ্ট মানুষজন লিখেছেন উৎসব সংখ্যায়। ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড মার্জিনে জয়ী হওয়ার পর মমতাকে ঘিরে দেশব্যপী উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে। ফলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দলের মুখপত্রে মমতার লেখনীতে কোন বিষয় উঠে আসছে, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। অনেকেই মনে করছে, সমাজের সব মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই থাকবে মমতার লেখায়।
এখানে আরও আগ্রহ তৈরি করেছে ‘জননী’ নামক গানের অ্যালবাম। যেটি আজ প্রকাশিত হবে নজরুল মঞ্চ থেকে। ৮টি গান রয়েছে এই অ্যালবামে। সবথেকে বড় আকর্ষণ হল, মমতার গলাও শোনা যাবে গানে। এছাড়াও গান গেয়েছেন শিল্পী নচিকেতা, রূপঙ্কর, মনোময়, শ্রীরাধা, দেবজ্যোতি, তৃষা এবং মন্ত্রী ইন্দ্রনীল সেন। অ্যালবামের সব ক’টি গানের গীতিকার-সুরকার তিনিই। এর আগে তাঁর কথা ও সুরে প্রকাশ পেয়েছে ‘সৃষ্টি’ ও ‘মা’ এর মতো আরও বেশ কয়েকটি অ্যালবাম। কয়েকদিন আগে মন্ত্রিসভার সহকর্মী ইন্দ্রনীল সেনের বাড়ির স্টুডিওতে গিয়ে অ্যালবামের শেষ মুহূর্তের খুঁটিনাটি দেখে এসেছেন মমতা। এই অ্যালবামকে ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষের বিপুল আগ্রহ। ইন্দ্রনীল সেন জানিয়েছেন, আগের অ্যালবামগুলি যেভাবে সাড়া ফেলে দিয়েছিল, ‘জননী’ অ্যালবামটি প্রকাশের পর শ্রোতাদের কাছে তা আরও জনপ্রিয় হবে। মোবাইলের রিংটোনেও জায়গা করে নেবে মমতার গাওয়া গান।
আজ, মহালয়ার দিন থেকেই দুর্গা পুজোর উদ্বোধন শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। চেতলা অগ্রণী ক্লাবের পুজোয় দুর্গা প্রতিমায় চোখ আঁকবেন তিনি। এছাড়াও একাধিক পুজো মণ্ডপে যাবেন। এবারই প্রথম কলেজ স্ক্যোয়ার পুজোর উদ্বোধন করবেন মমতা। আগে এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন কংগ্রেস নেতা সোমেন মিত্র। এক বছর অতিক্রান্ত, তিনি প্রয়াত হয়েছেন। সোমেনের বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠানের দিনে শ্রদ্ধাজ্ঞাপন করেন মমতা। শিখা মিত্রকে ফোন করেছিলেন তিনি। পরবর্তীতে শিখাদেবী শামিল হয়েছেন মমতার দলে। আগামী বছর কলেজ স্ক্যোয়ার পা দেবে ৭৫ বছরে। ঠিক তার আগে মমতার হাত ধরে কলেজ স্ক্যোয়ারে নতুন আঙ্গিক। এদিন সুরুচি সঙ্ঘের পুজোর থিমও প্রকাশিত হবে।