রাজ্য বিভাগে ফিরে যান

‘নীতি থাকলে যখন-তখন দল ছাড়েনা’ কাকে বিঁধলেন বিজেপি সভাপতি সুকান্ত?

October 6, 2021 | 2 min read

এবারে দলবদল প্রসঙ্গে প্রকাশ্যেই যে সমস্ত নেতারা একদল থেকে আরেক রাজনৈতিক দলে রং বদল করে যাচ্ছেন, তাদের স্বার্থান্বেষী বলে অভিহিত করলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন। “যাঁদের নীতি আছে তাঁরা যখন-তখন দল ছাড়েন না।”

বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে কী মূলত শুভেন্দু অধিকারী এবং যে সমস্ত নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে রাতারাতি নেতা হয়ে বসে আছেন, তাঁদের উদ্দেশ্যেই বলা? মনে করছেন আদি বিজেপি গোষ্ঠী।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরোধ নাকি উত্তরোত্তর বেড়েই চলেছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের মঞ্চের আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেও তার পর থেকেই রাজ্যজুড়ে আদি বিজেপি নেতা ও কর্মীদের মধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ বারে বারে প্রকাশ্যে চলে এসেছে। আদি এবং নব্য বিজেপি নেতা ও কর্মীদের মধ্যে বিরোধের জেরেই নাকি দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

তবে আদি বিজেপি তথা আরএসএস ঘনিষ্ঠ বলে পরিচিত বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর বিরোধিতায় লেগেছেন বলে দাবি রাজ্য বিজেপি নেতাদের একাংশের। মূলত আদি বিজেপি নেতা ও কর্মীদের দলের প্রতি আনুগত্য তথা বিশ্বাস ধরে রাখার জন্যেই সুকান্ত মজুমদার এই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে রাজ্য বিজেপির পক্ষে জানিয়ে দেওয়া হয়েছিল চলতি মাসেই দুর্গাপুজোর পড়ে রাজ্যের যে চারটি বিধানসভা উপনির্বাচনে রয়েছে সেগুলোর জন্য নয়া নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের দাক্ষিণ্যে শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এর মত দলবদল তৃণমূল নেতারা নির্বাচনে কমিটিতে জায়গা পেলেও সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কে সেই তালিকা থেকে ছেঁটে ফেলে দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #Sukanta Majumdar, #bjp

আরো দেখুন