রাজ্য বিভাগে ফিরে যান

মহালয়ায় রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন মমতা

October 6, 2021 | < 1 min read

ফাইল চিত্র

উৎসবের সূচনা হল মহালয়ার শুভ দিন থেকেই। রাজ্যের মানুষকে এই অর্থেই আজ শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আক্ষরিক অর্থে আজ মমতার কাছেও দিনটি শুভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কিছুক্ষনের মধ্যেই তিনি শপথ নেবেন বিধায়ক হিসেবে। আর তারপর আজ দুপুর ২টোয় আছে প্রথা মেনে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার উদ্বোধন।

এদিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিচ্ছেন শহরের পুজো উদ্বোধন। আজই দক্ষিণ কলকাতার ছ’টি পুজোমণ্ডপে গিয়ে পুজো উদ্বোধনের কথা রয়েছে মমতার। 

আজ মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোতে। এ ছাড়া সেলিমপুর পল্লি, বাবুবাগান, ৯৫ পল্লি এবং যোধপুর পার্কের পুজো উদ্বোধনেও মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা। এর পর তিনি প্রতিমার চক্ষুদান করবেন চেতলা অগ্রণীর পুজোয় এসে। বিকাল সাড়ে চারটে থেকে তিনি খিদিরপুরের ৭৪ পল্লি ও ২৫ পল্লির পুজো দিয়ে উদ্বোধন শুরু করবেন বলে এখনও পর্যন্ত ঠিক রয়েছে। শেষ করবেন নিজের পাড়া কালীঘাট মিলন সঙ্ঘের পুজো দিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Mahalaya

আরো দেখুন