বাংলার অনুকরণেই উত্তরপ্রদেশ, গোয়ায় প্রকল্প চালু করল বিজেপির সরকার

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল সরকারকে অনুকরণের অভিযোগ এনেছে তৃণমূল।

October 6, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে গতকাল উত্তরপ্রদেশের লখনৌ- এ একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র আওতায় উত্তরপ্রদেশের ৭৫টি জেলার ৭৫ হাজার পরিবারের হাতে পাকা বাড়ির চাবি তুলে দেন মোদী।

এবিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশে পিএম আবাস যোজনার যে ঘর দেওয়া হচ্ছে তার মধ্যে ৮০% ঘরের মালিকানা মহিলাদের দেওয়া হচ্ছে। অথবা যুগ্ম মালিকানাধীন তাঁরা। স্ট্যাম্প ডিউটিতে মহিলাদের ২% ছাড় দেওয়া হচ্ছে। এটা খুব প্রশংনীয় নির্ণয়। আগে মহিলা, মা-দের নামে কিছুই ছিল না। এর জন্য আমাদের সরকার মালিকানার অধিকার মহিলাদের দিয়েছে।”

এরপরেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল সরকারকে অনুকরণের অভিযোগ এনেছে তৃণমূল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এ বিষয়ে বলেন, ‘অনুকরণ চাটুকারিতার অপর নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা কেন্দ্রীক প্রকল্প বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী দেখে বিজেপি অনুপ্রেরণা পাচ্ছে এটা দেখে ভালো লাগছে।”

তিনি আরও বলেন, ‘বিজেপি এতোই যদি মহিলাদের জন্যে ভাবত তাহলে সংসদে মহিলা সংরক্ষণ বিলের এই অবস্থা হত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে কিন্তু এক তৃতীয়াংশেরও বেশি মহিলা আইনপ্রণেতা রয়েছেন। বিজেপির আকস্মিক বোধদয় হয়েছে যে বিভাজনের দিয়ে হবে না, তাই এই অনুকরণের রাজনীতি।’

এছাড়াও গোয়ার মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘সরকার তুমচা দারি’ প্রকল্প চালু করেছে। যা আদতে দুয়ারে সরকারের অনুকরণ। বিষয়টিতে বিজেপিকে কটাক্ষ করেছেন সদ্য তৃণমূলে যোগদানকারী গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen