প্রকাশ্যে এল লখিমপুরের নয়া ভিডিও, আরও স্পষ্ট মন্ত্রীপুত্রের যোগ

ভিডিওতে দেখা গিয়েছে, এসইউভি কৃষকদের পিষে দেওয়ার পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস

October 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রকাশ্যে এল লখিমপুর খেরির ঘটনার নয়া ভিডিও। সেইসঙ্গে জোরাল হল অজয় মিশ্রর ছেলের যোগ। ভিডিওতে দেখা গিয়েছে, এসইউভি কৃষকদের পিষে দেওয়ার পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। মাটিতে বসে পড়া ওই ব্যক্তির স্যান্ডো গেঞ্জি রক্তে ভেসে যাচ্ছে। আর মাইক হাতে তাঁকে প্রশ্ন করে চলেছেন ওই পুলিস আধিকারিক। জখম ব্যক্তির বাড়ি লখনউয়ের চারবাগ এলাকায়। তাঁর সাফ জবাব, থর এসইউভিতে ছিলেন অজয়-পুত্র আশিস। আর চারজন সঙ্গীর সঙ্গে কালো ফরচুনার গাড়িতে ছিলেন তিনি। পিছনের আসনে। গাড়িটি কংগ্রেসের এক প্রাক্তন সাংসদের জানিয়ে পুলিস আধিকারিককে নম্বর প্লেটও দেখান জখম ব্যক্তি। ঠিক কী কী প্রশ্ন করতে শোনা গিয়েছে? পুলিস আধিকারিক জিজ্ঞাসা করেন, ‘সামনের গাড়িতে কে ছিলেন?’ জবাবে জখম ব্যক্তি প্রথমে বলেন, ‘আমি জানি না।’ পরে পুলিস থর গাড়িতে কে ছিল জিজ্ঞাসা করলে তিনি জানান, ‘ভাইয়া ছিলেন।’ ভাইয়া বলতে এখানে অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে বোঝানো হয়েছে। এরপরেই পুলিসের প্রশ্ন, ‘তাহলে সবাই ওঁর লোক?’ জখম ব্যক্তি সম্মতি দিয়ে বলেন, ‘হ্যাঁ, ওরা সবাই ওঁর (আশিস)-এর লোক।’ তারপরেই কৃষক হত্যায় অজয়-পুত্রের যোগ জোরাল হয়েছে।

দেখুন সেই ভিডিও

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen