নারায়ণগড়ে স্ববিরোধী বক্তব্য: হাসির খোরাক দিলীপ ঘোষ
নারায়ণগড়ে দলীয় কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে স্ববিরোধী বক্তব্য রাখলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি খাকুরদা এলাকায় বানভাসি মানুষের হাতে ত্রিপল তুলে দেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা সভাপতি সৌমেন তেওয়ারি সহ অন্যান্য নেতৃত্ব।
দিলীপবাবু বলেন, এবার তিনবার ধরে বৃষ্টি হয়েছে। মানুষের ঘর ভেঙেছে। এমন পরিস্থিতিতে কিছু করারও নেই। আমরা আমাদের সাধ্যমতো ত্রিপল দিচ্ছি। যাতে পুজোর সময় মানুষ বাড়িতে থাকতে পারেন। আগেও কিছু দিয়েছি। দিলীপবাবু বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন ছ’লক্ষ ত্রিপল নাকি বিলি করা হয়েছে। তাহলে তো চারিদিক ত্রিপলে ভর্তি হয়ে যাবে। সেই ত্রিপল গেল কোথায়? বাড়িতেই কেউ নেই তো ত্রিপল নেবে কে? পরক্ষণেই তিনি আবার বলেন, মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ লক্ষ মানুষকে নাকি সরানো হয়েছে। কিন্তু মানুষ তো নিজের বাড়িতেই যা হোক করে মাথা গুঁজে আছেন। এদিন তিনি দলের সাংগঠনিক বৈঠকেও যোগ দেন।