রাজ্য বিভাগে ফিরে যান

সুখবর! বাংলায় গত ২৪ ঘন্টায় করোনা জয়ীর সংখ্যা ৭৫৬

October 7, 2021 | < 1 min read

করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে ঠিকই, তবে এখনও পুরোপুরি বাগে আনা যায়নি মারণ ভাইরাসকে। তাই পুজোর মরশুমে সংক্রমণ যাতে না বাড়তে পারে সেই কারণে একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য। এসবের মাঝেই স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানে সামান্য স্বস্তি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। একদিনে করোনার বলি ১৩ জন। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৫৫ জন কলকাতার (Kolkata)।  অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৩৪ জন। অর্থাৎ নিম্নমুখী ওই জেলার গ্রাফও। 

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৬১ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৫৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ২. ১৯ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৭৪,০১৭।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৩ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৫ জন। স্বাভাবিকভাবেই তা চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৮৭৬ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৫৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৪৭,৫৪৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Update, #West Bengal, #covid 19

আরো দেখুন