রাজ্য বিভাগে ফিরে যান

ভিন রাজ্যে আটকে পড়া বাংলার মানুষকে ফেরাতে ১০৫টি ট্রেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

May 14, 2020 | < 1 min read

দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের ফেরাতে ১০৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আজ একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “দেশের বিভিন্ন অঞ্চলে আটকে পড়া আমাদের সমস্ত লোকজন, যারা বাংলায় ফিরে আসতে চান, তাদের সহায়তা করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা ১০৫টি অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। আগামী দিনে এই বিশেষ ট্রেনগুলি আমাদের রাজ্যের বাসিন্দাদের ঘরে ফেরাবে। দেশের বিভিন্ন রাজ্য থেকে ট্রেনগুলি ছাড়বে ও রাজ্যের বিভিন্ন গন্তব্যে পৌঁছবে।”

ভিন রাজ্যে আটকে পড়া বাংলার মানুষকে ফেরাতে ১০৫টি ট্রেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পরিযায়ী শ্রমিক ও আটকে পড়া বাসিন্দাদের ফেরানো নিয়ে কয়েকদিন ধরেই তরজা চলছে রাজ্য় ও কেন্দ্রীয় সরকারের মধ্যে। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ট্রেন চালানোয় অনুমোদন দিচ্ছে না বলে অভিযোগ করে চিঠি পাঠান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলও পাল্টা আক্রমণ করে। স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে কথা বলছেন বলে দাবি করে দল।

প্রসঙ্গত, গত পয়লা মে শ্রমদিবস উপলক্ষে শ্রমিক স্পেশাল ট্রেনের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #train, #migrant workers

আরো দেখুন