পুজোর মুখে খুশির খবর, খুলল রিষড়ার ওয়েলিংটন জুটমিল

১৮ তারিখ থেকে ফুল প্রোডাকশন চালু হবে। কারখানা খোলায় খুশি শ্রমিক-কর্মচারী থেকে স্থানীয় ব্যবসায়ীরা।

October 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পুজোর মুখে খুশির খবর জুট শিল্পে। খুলল রিষড়ার ওয়েলিংটন জুটমিল। শুক্রবার, শ্রমমন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) কার্যালয়ে এক ত্রিপাক্ষিক চুক্তি মাধ্যমে শনিবার থেকে কারখানা খোলার সিদ্ধান্ত হয়।

বেচারাম মান্না বলেন, “৩ অগাস্ট থেকে কারখানাটি বন্ধ ছিল। ফলে, মধ্যে পড়েছিলেন শ্রমিকরা। কিন্তু আমাদের মা-মাটি-মানুষের সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে এই কারখানাটি খোলার ব্যাপারে উদ্যোগ নেয়। মালিক, শ্রমিক এবং সরকারপক্ষ তিনজন মিলে সিদ্ধান্ত হয়েছে যাতে আবার মিলটি খোলে”। বেচারাম জানান, এই মুহূর্তে রাজ্যে এই জুট মিলটি ছাড়া সমস্ত জুটমিল খোলা। একটি খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলার চট শিল্প আবার তার পুরনো গরিমা ফিরে পাবে। পুজোর আগেই শ্রমিকদের তাদের প্রাপ্য বোনাস (Bonus) মিটিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

১৮ তারিখ থেকে ফুল প্রোডাকশন চালু হবে। কারখানা খোলায় খুশি শ্রমিক-কর্মচারী থেকে স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, আট মাস খুবই কষ্টের মধ্যে ছিলেন তাঁরা। করোনার মহামারি, তার মধ্যে মিল বন্ধ। সব মিলিয়ে নিদারুণ সমস্যা ছিল। এই সিদ্ধান্তে তাঁরা খুশি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen