রাজ্য সভাপতির পাড়াতেই তৃণমূলে যোগ মহিলাদের
প্রদীপ্তাদেবী ছাড়াও তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল বসাক, বালুরঘাট টাউন সভাপতি বিমান দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাঁরা ওই মহিলাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
Authored By:

বালুরঘাট শহরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাড়া থেকেই শনিবার ৫৫ জন মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যদিও ওই মহিলারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পগুলির সুবিধা পেয়ে তাঁরা তৃণমূলে নাম লেখালেন বলে জানিয়েছেন। তবে খোদ বিজেপির রাজ্য সভাপতির বাড়ি অর্থাৎ বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মহিলাদের এই যোগদানে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শনিবার বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডের একটি ভবনে জেলা মহিলা তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর হাত ধরে ৫৫ জন মহিলা দলে যোগদান করেন। সেখানে প্রদীপ্তাদেবী ছাড়াও তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল বসাক, বালুরঘাট টাউন সভাপতি বিমান দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাঁরা ওই মহিলাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
এবিষয়ে প্রদীপ্তা চক্রবর্তী বলেন, এদিন বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের যাঁরা যোগদান করলেন তাঁরা সকলেই সাধারণ মহিলা। তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। বিজেপির রাজ্য সভাপতি এই ওয়ার্ডের বাসিন্দা হলেও এই ওয়ার্ডে বিজেপির কোনও অস্থিত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কন্যাশ্রী, রূপশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েই দিদির প্রতি আকৃষ্ট হয়ে তাঁরা যোগদান করলেন। এই যোগদানের ফলে আগামীতে পুর নির্বাচন ও ২০২৪-এর লোকসভা নির্বাচনে দল আরও শক্তিশালী হল।
অন্যদিকে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক বাপী সরকার বলেন, এই ধরনের চালাকিগুলি মানুষ বোঝেন। যাঁরা তৃণমূলে যোগদান করেছেন তাঁরা বিজেপির কেউ নয়। ওই ওয়ার্ডের সাধারণ তৃণমূল মহিলারাদেরকেই ফের তারা যোগদান করাচ্ছে। এই নাটক জেলার মানুষ দেখে আসছে। এগুলি করে সুকান্ত মজুমদারকে ছোট করা যাবে না। জেলা বিজেপিকেও ছোট করা যাবে না।
প্রসঙ্গত, সুকান্ত মজুমদারের বাড়ি বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডের খাদিমপুর এলাকায়। গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে জিতে তিনি সাংসদ হয়েছেন। সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনে বালুরঘাট বিধানসভায় বিজেপি জয়ী হলেও রাজ্য সভাপতির ওয়ার্ডে বিজেপি থেকে তৃণমূল এগিয়ে ছিল। এদিন সেই ওয়ার্ডেই মহিলাদের এই যোগদান তৃণমূলের শক্তি বৃদ্ধি করেছে বলে দাবি। এদিকে নতুন যোগদানকারী মহিলাদের দাবি, সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বহু মহিলা উপকৃত হচ্ছেন। এবিষয়ে এক মহিলা সুস্মিতা ঘোষ বলেন, দিদি আমাদের এত কিছু দিয়েছেন। কন্যাশ্রী, রূপশ্রী সহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছি। তাই এবার সরাসরি দি