← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
ষষ্ঠীর দিন খুশির খবর, খুলে গেল গড়চুমুক পর্যটন কেন্দ্র
ষষ্ঠীর দিন খুশির খবর ভ্রমণ পিপাসু বাঙালি পর্যটকদের জন্য। আজ, সোমবার, পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো হাওড়ার গড়চুমুক পর্যটন কেন্দ্র। শুধু পর্যটক নয়, উৎসবের মরশুমে খুশির হাওয়া এলাকার ব্যবসায়ীদের মধ্যেও।
পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে গড়চুমুক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা বিধি মেনেই পর্যটকদের এখানে প্রবেশে করতে হবে। দামোদর ও হুগলি নদীর সংযোগস্থলে প্রায় ১১০ হেক্টর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই পর্যটন কেন্দ্র। যদিও করোনা সংক্রমণের কারণে গত বছর ২০ অক্টোবর থেকে এখানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে এই বছরের প্রথম দিকে সংক্রমণ কিছুটা কমায় কেন্দ্রটি খুলে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরে ফের সংক্রমণ বৃদ্ধি পায়। ফলে ২২ এপ্রিল থেকে কেন্দ্রটির গেটও ফের বন্ধ করে দেওয়া হয়। পুজোর মধ্যেই ফের খুলে গেল গড়চুমুক পর্যটন কেন্দ্র।