ষষ্ঠীর দিন লাল-হলুদে খুশির মেজাজ, চিমা যোগ দিলেন ইস্টবেঙ্গলে

২১ নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএল-এর প্রথম ম্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল।

October 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

অবশেষে গোয়া পৌঁছে গেলেন এসসি ইস্টবেঙ্গল স্ট্রাইকার ড্যানিয়েল চিমা। নাইজেরিয়া থেকে ভারতে আসতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল। তবে সমস্ত সমস্যা কাটিয়ে সোমবার ষষ্ঠীর দিন গোয়া পৌঁছলেন চিমা।

নিভৃতবাসে থেকে দলের সঙ্গে অনুশীলন করতে নামবেন তিনি। ৩০ সেপ্টেম্বর গোয়া পৌঁছে গিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গল দলের বাকি সদস্যরা। নিভৃতবাসে থাকাকালীন জৈব সুরক্ষা বলয় নষ্ট হওয়ায় নতুন করে নিভৃতবাস শুরু করতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। তবে সেক্ষেত্রে দলের কোনও সদস্যের দোষ ছিল না। হোটেলে নতুন করে এক কর্মী নিযুক্ত হওয়ায় সুরক্ষা বলয় ভেঙে যায়। যদিও গোটা ব্যাপারটা স্বীকার করেননি এসসি ইস্টবেঙ্গল কর্তারা।

নিভৃতবাস শেষ করে দ্রুত দলের সকলকে নিয়ে অনুশীলনে নামতে চাইছেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াস। আইএসএল-এ খেলতে নামার আগে বেশ কিছু প্রস্তুতি ম্যাচও খেলতে চাইছেন তিনি। ২১ নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএল-এর প্রথম ম্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। এর পরই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি যুদ্ধে নামবে এসসি ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen