জেনে নিন কলকাতা-সহ কোন জেলার কোন পুজো পেল বিশ্ব বাংলা শারদ সম্মান!

এবারের বিশ্ব বাংলা শারদ সম্মান পেতে চলেছে কলকাতা, বরাহনগর পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, বিধাননগর পুরনিগম এবং হওড়া পুরনিগমের ১০৩ টি পুজো

October 11, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ষষ্ঠীতেই ১০৩ টি পুজো কমিটির জন্য সুখবর শোনাল রাজ্য সরকার। এবারের বিশ্ব বাংলা শারদ সম্মান পেতে চলেছে কলকাতা, বরাহনগর পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, বিধাননগর পুরনিগম এবং হওড়া পুরনিগমের ১০৩ টি পুজো। একাধিক বিভাগে সেই পুরস্কার দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ৩৬ টি পুজো পেয়েছে ‘সেরার সেরা’ সম্মান। সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা সাবেকি, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা পরিবেশবান্ধব, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং, অন্য ভাবনা, সেরা কোভিড-১৯ সচেতনতা (স্বাস্থ্যবিধি), সেরা কোভিড যোদ্ধার সম্মান দেওয়া হয়েছে।

একনজরে দেখে নিন তালিকা –  

‘সেরার সেরা’ সম্মান কোন কোন পুজো কমিটি পেয়েছে?

  • বড়িশা ক্লাব
  • বাবুবাগান
  • চক্রবেড়িয়া।
  • হিন্দুস্তান ক্লাব সর্বজনীন দুর্গাপুজা কমিটি
  • চেতলা অগ্রণী
  • দক্ষিণ কলকাতা সর্বজনীন
  • টালা প্রত্যয়
  • কালীঘাট মিলন সংঘ
  • ত্রিধারা সম্মেলনী
  • একডালিয়া এভারগ্রিন
  • নাকতলা উদয়ন সংঘ
  • সুরুচি সংঘ।
  • হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসব
  • বেহালা নতুন দল।
  • ৯৫ পল্লি, যোধপুর পার্ক
  • অবসর
  • আহিরীটোলা সর্বজনীন
  • কাশী বোস লেন সর্বজনীন দুর্গোৎসব
  • দমদম তরুণ দল।
  • খিদিরপুর ২৫ পল্লি
  • শিবমন্দির
  • বালিগঞ্জ কালচারাল
  • হাতিবাগান সর্বজনীন
  • সমাজসেবী
  • আলিপুর সর্বজনীন
  • মুদিয়ালি
  • বকুলবাগান
  • ঠাকুরপুকুর এস.বি. পার্ক
  • বাগবাজার সর্বজনীন
  • বাদামতলা আষাঢ় সংঘ
  • উল্টোডাঙা তেলেঙ্গাবাগান
  • ২১ পল্লি
  • যোধপুর পার্ক শারদীয় দুর্গোৎসব কমিটি
  • ৬৬ পল্লি
  • ৪১ পল্লি
  • দমদম তরুণ সংঘ

সেরা মণ্ডপ

  • রাজডাঙা নব উদয় সংঘ
  • সেলিমপুর পলি
  • কুমারটুলি সর্বজনীন
  • সমাজসেবী
  • সল্টলেক এফ.ডি. ব্লক সর্বজনীন দুর্গাপুজো কমিটি

সেরা প্রতিমা 

  • বেহালা নতুন দল
  • কলেজ স্কোয়ার
  • সিংহী পার্ক
  • আলিপুর ৭৮ পল্লি দুর্গোৎসব, চেতলা
  • যুবমৈত্রী
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen