খেলা বিভাগে ফিরে যান

আরসিবি সমর্থকদের রোষের মুখে ক্রিশ্চিয়ানের অন্ত্বঃসত্ত্বা স্ত্রী, প্রতিবাদে গর্জে উঠলেন অস্ট্রেলিয়ান পেসার

October 12, 2021 | 2 min read

এবারও আইপিএল জেতা হল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। খুন কঠিন না হলেও গতকাল কলকাতা নাইট রাইডার্সকে শারজাহর মাঠে এই বছরের তুলনায় ‘ফাইটিং টার্গেট’ দিয়েছিল আরসিবি। তবে খেলা ঘুরে যায় ড্যান ক্রিশ্চিয়ানের এক ওভারে। সুনীল নারিনের পরপর তিন বলে তিন ছক্কায় খেলা ঘুরে যায় কেকেআরের দিকে। সেই ওভারে মোট ২২ রান দেন ক্রিশ্চিয়ান। পরে শেষ ওভারে বল করতে এসে সাত রান আটকাতে পারেননি তিনি। আর সেই কারণে এবার আরসিবির সমর্থকদের রোষের মুখে পড়তে হল ক্রিশ্চিয়ানের অন্ত্বঃসত্ত্বা স্ত্রীকে।

সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ান পেসার ড্যান ক্রিশ্চিয়ানের অন্ত্বঃসত্ত্বা স্ত্রীকে চূড়ান্ত গালিগালাজ করতে দেখা যায় গুটিকয়েক সমর্থককে। সোশ্যাল মিডিয়ায় ক্রিশ্চিয়ানের স্ত্রী জর্জিয়া ডুনের একটি ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এরপরই ইনস্টাগ্রামে নিজের ‘স্টরি’তে সেই পোস্টটি শেয়ার করে নিজের স্ত্রীর হয়ে গর্জে ওঠেন ক্রিশ্চিয়ান। লেখেন, ‘কমেন্টগুলি পড়ুন এই ইনস্টাগ্রাম পোস্টে। আমি আজ ভালো খেলতে পারিনি, কিন্তু সেটা তো খেলার একটা অংশ। তবে দয়া করে তাঁকে (ক্রিশ্চিয়ানের স্ত্রী) এইসবের থেকে দূরে রাখুন।’

এদিকে সতীর্থ ক্রিশ্চিয়ানের হয়ে গলা ফাটালেন গ্লেন ম্যাক্সওয়েল। একটি টুইট করে তিনি লেখেন, ‘আরসিবির দুর্দান্ত মরশুম ছিল এটি। তবে দুর্ভাগ্যজনক ভাবে আমরা সেখানে পৌঁছাতে পারিনি যেখানে ভেবেছিলাম আমরা পৌঁছাতে পারব। তবে তাতে এই মরশুম কোনও ভাবে খারাপ হয়ে যায় না!! তবে সোশ্যাল মিডিয়াতে যেই আবর্জনা ছড়াচ্ছে তা খুবই বাজে। আমরা সবাই মানুষ যাঁরা প্রতিদিন নিজেদের সেরাটা দিতে চাই। তাই গালি না দিয়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন।’

ম্যাক্সি আরও লেখেন, ‘আসল সমর্থকদের ধন্যবাদ। তাঁরা সর্বস্ব দেওয়া ক্রিকেটারদের সবসময় সমর্থন করে যায়! তবে দুর্ভাগ্যজনক ভাবে এমন মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়াকে বাজে একটি জায়গা বানিয়ে দিচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। দয়া করে এমন হবেন না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL 2021, #Royal Challengers Bangalore

আরো দেখুন