মুম্বইতে মুখার্জি বাড়ির দুর্গাপুজোয় হাতে হাতে কাজ করছেন কাজল

শুধু কলকাতা নয়, আরব সাগরের পাড়ে বেশ ধুমধাম করে হয় কিছু কিছু পুজো

October 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুধু কলকাতা নয়, আরব সাগরের পাড়ে বেশ ধুমধাম করে হয় কিছু কিছু পুজো। আর তাতে সামিল হতে দেখা যায় প্রবাসী বাঙালিদের। যার মধ্যে অন্যতম মুখার্জি বাড়ির পুজো। আর সেই পুজোর অন্যতম আকর্ষণ কাজল। বরাবরই নিজে সামিল হন পুজোর সব কাজে। দুর্গা পুজোর চারদিনই মণ্ডপে তাঁর দেখা মেলে। হাতে লাগান পুজোর কাজেও। অঞ্জলি, ভোগ বিতরন, সিঁদুর খেলা– সবেতেই থাকেন খুশি মনে।

মুখার্জি পরিবারের এই পুজোয় থাকেন রানি মুখোপাধ্যায়ও। এবারে রানি রঙের শাড়িতে কাজলকে দেখা গেল। মুখে মাস্ক পরেই সমস্ত কাজ করছেন তিনি। যেখানে এদিন হাজির হয়েছিলেন হাজির হয়েছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়, দেবু মুখোপাধ্যায় প্রমুখেরা।

নর্থ বম্বের হীরাবতী ব্যাঙ্কোয়েট হলে আয়োজন করা হয় এই পুজোর। মুখে মাস্ক পরেই সপ্তমী পুজোর তদারকি করতে দেখা যায় কাজলকে। বেশ খোলা মনে উপস্থিত সকলের সঙ্গে গল্পও করেন। তবে হঠাৎই কেঁদে ফেলেন কাজল। করোনার জন্য বহুদিন ধরেই যোগাযোগ বন্ধ মানুষের মধ্যে। তাই পুজোয় অনেকদিন পর নিজের কাকাদের দেখে চোখের জল আটকাতে পারেননি তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen