দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

এবারেও ডায়মন্ড হারবারের মানুষ কে পুজোর উপহার পাঠালেন সাংসদ অভিষেক

October 13, 2021 | < 1 min read

উৎসবের মরশুমে “কল্পতরু” তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের গরিব অসহায় দুঃস্থ মানুষদের জন্য পুজোর উপহার পাঠালেন অভিষেক।

ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সাত টি বিধানসভা এলাকায় তার প্রতিনিধিদের উপস্থিতিতে গরিব মানুষের হাতে নতুন জামা কাপড় তুলে দেন স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। জানা গিয়েছে ডায়মন্ড হারবারের প্রায় দেড় লক্ষ মানুষের কাছে প্রিয় সাংসদের এই শারদীয়া উপহার পৌছে গিয়েছে।

ডায়মন্ড হারবার দুই নং ব্লকের তৃণমূল আয়োজিত এই পুজো উপহার অনুষ্ঠানে ৫হাজার মানুষ কে পোশাক প্রদান করা হয়েছে । এছাড়া ও ১নং ব্লকের পুর এলাকার সাধারন মানুষ হাতে পোশাক তুলে দিয়েছেন নেতা কর্মীরা।

লোকসভার অন্যান্য বিধানসভার পাশাপাশি ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় ২০ হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে অভিষেকের উপহার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Diamond Harbour, #abhishek banerjee

আরো দেখুন